জার্কাতা বিস্ফোরণ: ৪ জঙ্গি নিকেশ

Last Updated:

ইন্দোনেশিয়ার মধ্য জার্কাতায় ধারাবাহিক বিস্ফোরণ ৷ প্রথম বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রপুঞ্জের দফতরের সামনে সারিনা শপিং সেন্টারে ৷ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন ৷

#জার্কাতা: ইন্দোনেশিয়ার মধ্য জার্কাতায় ধারাবাহিক বিস্ফোরণ ৷ বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রপুঞ্জের দফতরের সামনে সারিনা শপিং সেন্টারে ৷ বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের ৷ সদ্য পাওয়া খবর অনুযায়ী, জার্কাতায় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৪ জঙ্গি খত করেছে জার্কাতা পুলিশ ৷ আপাতত, সারিনা শপিং সেন্টারের এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷ তথ্য অনুযায়ী, মোট ৬টি বিস্ফোরণ ঘটে জার্কাতায় ৷ সাধারণ মানুষ, পুলিশ কর্মী মিলিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৭ জনের ৷
বৃহস্পতিবার সকালে হঠাৎই বিস্ফোরণে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা ৷ ধারাবাহিক বিস্ফোরণ শহর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক ৷ প্রথমন বিস্ফোরণটি ঘটে রাষ্ট্রসংঙ্ঘের অফিসের সামনে সারিনা শপিং সেন্টরে ৷ বিস্ফোরণে মৃ্ত্যু হয় ৭ জনের ৷ সূত্রের খবর অনুযায়ী, এই বিস্ফোরণের পরেই, শপিং সেন্টারের সামনে স্টারবাগস কফি শপির মধ্যেও আরেকটি বিস্ফোরণ ঘটে ৷ সঙ্গে শোনা যায় গুলির আওয়াজ ৷ তথ্য অনুযায়ী, একাধিক বন্দুকবাজ এই হামলা চালায় ৷ শপিং সেন্টারের সামনে এখনও চলছে পুলিশ ও জঙ্গির লড়াই ৷ গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে শপিং সেন্টারের ভিতর থেকে ৷ এখনও পর্যন্ত এই আত্মঘাতী জঙ্গি হামলার দায় কোনও জঙ্গি গোষ্ঠীই স্বীকার করেনি৷
advertisement
তথ্য সূত্রের খবর অনুযায়ী, ফের বিস্ফোরণ ঘটে জার্কাতার সারিনা শপিং সেন্টারে ৷ জার্কার পুলিশের অনুমান, ৬ জন জঙ্গি লুকিয়ে রয়েছে শহরে ৷ জঙ্গিদের আত্মঘাতী হামলার ফলই এই ধারাবাহিক বিস্ফোরণ ৷ জার্কাতার এই হামলার সঙ্গে আইএসআইএস জঙ্গির হাত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে পুলিশের তৎপরতায় ৪জন জঙ্গি নিহত ৷ সারিনা শপিং সেন্টার এলাকা এখন পুূলিশের নজরে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
জার্কাতা বিস্ফোরণ: ৪ জঙ্গি নিকেশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement