মানুষ কী করে এভাবে থাকতে পারে! না এখনও জল- বিদ্যুতের সংযোগ ফেরেনি জয় হিন্দ কলোনিতে, মানুষের কাছে তৃণমূলের প্রতিনিধি দল

Last Updated:

জয় হিন্দ কলোনির বাসিন্দাদের সাথে দেখা করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা ইতিমধ্যেই উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে আদালত

* জয় হিন্দ কলোনির বাসিন্দাদের সাথে দেখা করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা
* জয় হিন্দ কলোনির বাসিন্দাদের সাথে দেখা করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা
কলকাতা: আইনি পথে উচ্ছেদ রুখে এবার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে জল, আলো ফেরানোর লড়াই শুরু করল তৃণমূল কংগ্রেস৷  কলোনির বাসিন্দারা কেমন আছেন, জানতে বসন্তকুঞ্জে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধিদল। দলে ছিলেন, রাজ্যসভার তিন সাংসদ সাগরিকা ঘোষ, মমতাবালা ঠাকুর, মৌসম নুর এবং লোকভার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
বৃহস্পতিবার জানতে পারা যায় দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত কলোনি উচ্ছেদের ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে। আবার ওই দিনেই মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া সংসদে জয় হিন্দ কলোনির প্রসঙ্গ তুলে ধরেন। মানবিক দৃষ্টি নিয়ে গোটা বিষয়টি দেখা উচিত বলেই উল্লেখ করেন তিনি। জয় হিন্দ কলোনির দুদর্শাগ্রস্ত বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সাংসদ সাগরিকা ঘোষ বলেন, আমাদের আন্দোলন জারি থাকবে। এখনও পর্যন্ত এই নিরীহ মানুষগুলোর ঘরে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি।
advertisement
advertisement
তৃণমূলের আন্দোলনে আইনি লড়াইয়ে জয় এসেছে। এখন আর কলোনির বাঙালি পরিবারগুলোকে কেউ উৎখাত করতে পারবে না। কোনও কারণ ছাড়াই এই বাঙালি শ্রমিকদের ওপর নানানভাবে হেনস্থা ও অত্যাচার করা হচ্ছে। অথচ তাঁদের সকলেরই বৈধ ভোটার, আধার ও রেশন কার্ড রয়েছে।এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ-অভিযানে স্থগিতাদেশ জারি করে। একই সঙ্গে তাঁদের মৌলিক অধিকার ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। এই লড়াইয়ে মাটি কামড়ে তাঁদের পাশে ছিল তৃণমূল। আন্দোলনে মুখ্য ভূমিকা নেওয়া সাংসদ সাগরিকা ঘোষ বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অপমানের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এভাবেই লড়াই করবে তৃণমূল।
advertisement
দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন। তাঁরই নির্দেশে তৃণমূলের প্রতিনিধিদলও ওখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়াল।ভাষা সন্ত্রাস নিয়ে লড়াইয়ের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সংক্রান্ত একাধিক জায়গায় সভা বা মিছিলে বারবার উঠে এসেছে এই জয় হিন্দ কলোনির বিষয়। খোদ রাজধানীর এই কলোনি সংক্রান্ত বিষয়কে তুলে ধরছে বারবার তৃণমূল।
বাংলা খবর/ খবর/দেশ/
মানুষ কী করে এভাবে থাকতে পারে! না এখনও জল- বিদ্যুতের সংযোগ ফেরেনি জয় হিন্দ কলোনিতে, মানুষের কাছে তৃণমূলের প্রতিনিধি দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement