Jagannath Temple in Puri Closed: করোনার প্রকোপ, দর্শনার্থীদের জন্য বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির! কতদিন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিজ্ঞপ্তি জারি করে মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে (Jagannath Temple in Puri Closed)।
#কলকাতা: দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনাভাইরাসের দাপট। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে দর্শনার্থীদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ (Jagannath Temple in Puri Closed)। আগামী ১০ জানুয়ারি, ২০২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ মন্দির (Jagannath Temple in Puri Closed)। ছত্তিশা নিযোগ ও মন্দির কর্তৃপক্ষের তরফেই শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে (Jagannath Temple in Puri Closed)।
পুরীর জগন্নাথ মন্দির একটি অত্যন্ত প্রসিদ্ধ ও জনপ্রিয় ধর্মস্থান। প্রতি বছরই বহু মানুষের সমাগম হয়ে এখানে। শীতের ছুিটর সময়ও বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে যান। সঙ্গে পুরীর সমুদ্রস্নান তো রয়েইছে। কিন্তু দেশজুড়ে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড় কোনও ভাবেই কাম্য নয়। ফলে মন্দিন বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: করোনাকালে ফের বন্ধ বেলুড় মঠ, এবার অনির্দিষ্টকালের জন্য!
জমায়েত এড়াতে আপাতত প্রায় ২২ দিন মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। তবে রীতি মেনে প্রতিদিনই পুজো হবে মন্দিরে। শুধুই ভক্তসমাগম বন্ধ রাখা হবে। ৩১ জানুয়ারির পর পরিস্থিতির উন্নতি হলে সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে পুনরায় খুলে দেওয়া হতে পারে জগন্নাথ মন্দির৷ যদিও তা নিয়ে এখনও কিছু জানায়নি মন্দির কর্তৃপক্ষ। এর আগে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও দফায় দফায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: আর পুরী পর্যন্ত নয়, এবার দিঘাতেই জগন্নাথ মন্দির! অর্থ অনুমোদন মুখ্যমন্ত্রীর
কয়েকদিন আগে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ ধাম বন্ধ ছিল। ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, মন্দিরের বেশ কয়েকজন সেবাইত ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। মন্দির কর্তৃপক্ষেরও একাধিক সদস্য করোনায় আক্রান্ত হন। তারপরেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2022 10:46 PM IST