Jagannath Temple in Puri Closed: করোনার প্রকোপ, দর্শনার্থীদের জন্য বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির! কতদিন?

Last Updated:

বিজ্ঞপ্তি জারি করে মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে (Jagannath Temple in Puri Closed)।

গত কয়েক বছরে দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির। নিউ দিঘা স্টেশন লাগোয়া ভোগীব্রহ্মপুর মৌজায় বিস্তীর্ণ বালিয়াড়ির উপরে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। উচ্চতাও হবে পুরীর মন্দিরের সমান।
গত কয়েক বছরে দিঘাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দিঘায় গড়ে তোলা হবে জগন্নাথ মন্দির। নিউ দিঘা স্টেশন লাগোয়া ভোগীব্রহ্মপুর মৌজায় বিস্তীর্ণ বালিয়াড়ির উপরে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। উচ্চতাও হবে পুরীর মন্দিরের সমান।
#কলকাতা: দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনাভাইরাসের দাপট। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে দর্শনার্থীদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ (Jagannath Temple in Puri Closed)। আগামী ১০ জানুয়ারি, ২০২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ মন্দির (Jagannath Temple in Puri Closed)। ছত্তিশা নিযোগ ও মন্দির কর্তৃপক্ষের তরফেই শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে মন্দির বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে (Jagannath Temple in Puri Closed)।
পুরীর জগন্নাথ মন্দির একটি অত্যন্ত প্রসিদ্ধ ও জনপ্রিয় ধর্মস্থান। প্রতি বছরই বহু মানুষের সমাগম হয়ে এখানে। শীতের ছুিটর সময়ও বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে যান। সঙ্গে পুরীর সমুদ্রস্নান তো রয়েইছে। কিন্তু দেশজুড়ে ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড় কোনও ভাবেই কাম্য নয়। ফলে মন্দিন বন্ধ রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: করোনাকালে ফের বন্ধ বেলুড় মঠ, এবার অনির্দিষ্টকালের জন্য!
জমায়েত এড়াতে আপাতত প্রায় ২২ দিন মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। তবে রীতি মেনে প্রতিদিনই পুজো হবে মন্দিরে। শুধুই ভক্তসমাগম বন্ধ রাখা হবে। ৩১ জানুয়ারির পর পরিস্থিতির উন্নতি হলে সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে পুনরায় খুলে দেওয়া হতে পারে জগন্নাথ মন্দির৷ যদিও তা নিয়ে এখনও কিছু জানায়নি মন্দির কর্তৃপক্ষ। এর আগে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও দফায় দফায় পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: আর পুরী পর্যন্ত নয়, এবার দিঘাতেই জগন্নাথ মন্দির! অর্থ অনুমোদন মুখ্যমন্ত্রীর
কয়েকদিন আগে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ ধাম বন্ধ ছিল। ওমিক্রনের বাড়বাড়ন্তের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, মন্দিরের বেশ কয়েকজন সেবাইত ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন। মন্দির কর্তৃপক্ষেরও একাধিক সদস্য করোনায় আক্রান্ত হন। তারপরেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jagannath Temple in Puri Closed: করোনার প্রকোপ, দর্শনার্থীদের জন্য বন্ধ হল পুরীর জগন্নাথ মন্দির! কতদিন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement