Tiger shroff's grandfather: টাইগার শ্রফের দাদু, বাঙালির সন্তান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন, জানতেন?

Last Updated:

Tiger shroff: টাইগারের বাবার বাবা গুজরাটি। বাবার মা তুর্কমেনিস্তানের মানুষ, এক জন মঙ্গোলিয়ান-চীনা। তিনি মুসলিম। মায়ের মা ফরাসি, আর মায়ের বাবা বাঙালি।

#মুম্বই: জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। বলিউডে 'অ্যাকশন হিরো' হিসেবেই বেশি পরিচিত তিনি। কিন্তু গতকালের আগে সম্ভবত তাঁর অনুরাগীরা জানতেন না যে নায়কের রক্তেই রয়েছে 'অ্যাকশন', যুদ্ধ। তাঁর দাদু, বাংলার সন্তান এক জন যোদ্ধা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ফ্লাইট লেফটেন্যান্ট রঞ্জন দত্ত নিজে যুদ্ধ করেছিলেন বিমান উড়িয়ে! গতকাল, মঙ্গলবার টাইগারের মা আয়েশা শ্রফ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর বাবার তিনটি ছবি পোস্ট করেন। সেখান থেকেই জানা যায়, টাইগার এক যোদ্ধার নাতি।
জ্যাকির স্ত্রী আয়েশা তিনটি সাদা কালো ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, টাইগারের দাদু যুদ্ধ বিমান চালকের পোশাকে রয়েছেন। কোথাও হাসিমুখে বাকি যোদ্ধাদের সঙ্গে কথা বলছেন। কোথাও আবার সহকর্মীদের সঙ্গে বসে আনন্দে চা পান করছেন। ছবিগুলি যে বহু বছরের পুরনো, তা তো স্পষ্ট।
advertisement
advertisement
advertisement
আয়েশা লিখেছেন, 'টাইগারের দাদু বিমান ওড়ানোর প্রশিক্ষণে। আমার ধারণা তিনি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন, তাঁর বয়স তখন ১৮ অথবা ১৯ বছর হবে। দৃঢ়তা এবং সত্যিকারের বীরত্ব। ভারতের জন্য তাঁর সাহস যেন সজ্জিত রয়েছে তাঁর পোশাকে। তাঁর মেয়ে হিসেবে নিজেকে ভাগ্যবান বলে মনে করি।'
advertisement
টাইগার এক বার আরবাজ খানের চ্যাট শো 'পিঞ্চ'-এ গিয়ে নিজের পরিবারের কথা, শিকড়ের কথা বলেছিলেন। ''আমার জিন নিয়ে কথা বললে একটা কথা বলতেই এমন মিশ্রণ কম দেখা যায়। আমার বাবার বাবা গুজরাটি। বাবার মা তুর্কমেনিস্তানের মানুষ, এক জন মঙ্গোলিয়ান-চীনা। তিনি মুসলিম। আমার মায়ের মা ফরাসি, আর মায়ের বাবা বাঙালি। তাই আমি অনেক কিছুর মিশ্রণ। আমি যে আসলে কী, তা আমি জানি না।''
বাংলা খবর/ খবর/দেশ/
Tiger shroff's grandfather: টাইগার শ্রফের দাদু, বাঙালির সন্তান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন, জানতেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement