ভোটের আগে উদ্ধার নগদ সহ ১১০ কোটির সামগ্রী! অসমে ভাঙল সব রেকর্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে অসমে মোট উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ ছিল ২০ কোটি টাকারও কম৷
#গুয়াহাটি: ভোটের আগে নগদ, মদ, মাদক এবং অন্যান্য দামি পণ্য উদ্ধারে নয়া রেকর্ড তৈরি হল অসমে৷ বৃহস্পতিবার অসমে দ্বিতীয় দফার ভোট৷ তার আগে নগদ সহ অসমে যে পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে তার মোট মূল্য ১১০ কোটি টাকা৷ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন এজেন্সি মিলিয়ে এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে৷
অসমের মুখ্য নির্বাচন কমিশনার নীতিন খাড়ে এ দিন এই তথ্য জানিয়েছেন৷ ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে অসমে মোট উদ্ধার হওয়া সামগ্রীর পরিমাণ ছিল ২০ কোটি টাকারও কম৷
অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর নগদ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী মিলিয়ে ১১০.৮৩ কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে৷ তার মধ্যে উদ্ধার হওয়া নগদের পরিমাণ ২৪.৫০ কোটি টাকা৷ এ ছাড়াও ৩৪.২৯ কোটি টাকার মাদক, ৩৩.৪৪ কোটি টাকা মূ্ল্যের ১৬.৬১ কোটি টাকা মূল্যের মদ এবং ৩.৬৮ কোটি টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না এবং সোনার বাট উদ্ধার করা হয়েছে৷
advertisement
advertisement
অসম পুলিশ, ফ্লাইং স্কোয়াড, নজরদারি দল, এক্সাইজ ডিপার্টমেন্ট সহ অন্যান্য সরকারি এজেন্সিগুলির চালানো অভিযানে নগদ সহ এই বিপুল পরিমাণ বেআইনি সামগ্রী উদ্ধার হয়েছে৷ শুধু উপরোক্ত সামগ্রীগুলিই নয়, ভোটারদের প্রভাবিত করতে বিদেশি সিগারেট, পান মশলা, পোস্তর দানা, গোলমরিচের মতো প্রায় ১৫ কোটি টাকার সামগ্রী উদ্ধার করা হয়েছে৷
অসমের নির্বাচনে এখনও পর্যন্ত নির্ধারিত সীমার বাইরে খরচ করার জন্য ৫০টি এফআইআর দায়ের করা হয়েছে৷ এক্সাইজ সংক্রান্ত নিয়ম ভঙ্গের জন্য ৫,২৩৪টি এফআইআর দায়ের হয়েছে৷ তবে এইএফআইআর-গুলির পরিপ্রেক্ষিতে কতজনকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি নির্বাচন কমিশন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2021 8:12 PM IST