#শ্রীহরিকোটা: আর কয়েক ঘণ্টা পরেই মহাকাশ বিজ্ঞানে ইতিহাস লিখবে ভারত৷ চাঁদে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান ২৷ আগের দিনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এ বার একেবারে আঁটঘাট বেঁধে নামছে ইসরো৷ সোমবার দুপুর ২টো ৪৫ মিনিটে GSLV মার্ক থ্রি রকেটে চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা হবে চন্দ্রযান ২৷ ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখবে প্রজ্ঞান ও বিক্রম।
চন্দ্রযান ২ উত্ক্ষেপণ সফল হলে ভারতি হবে বিশ্বে চতুর্থ দেশ, যে চাঁদের মাটিতে কোনও রোভার নামাবে৷ অন্য দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন৷ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে চন্দ্রযান ২৷ গত ১৫ জুলাইয়ের উত্ক্ষেপণ বাতিল হওয়ার পর সোমবার ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট GSLV মার্ক থ্রি পাড়ি দেবে চাঁদে৷ রকেট যদি সোজা সরাসরি ওড়ে, তাহলে তিন থেকে ৪ দিন মতো সময় লাগে চাঁদের কক্ষপথে ঢুকতে৷ কিন্তু ইসরো-র কাছে Saturn V-র মতো ওতটা শক্তিশালী রকেট নেই৷ GSLV Mk-III রকেট ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট৷ টানা ১৪ দিন চাঁদের মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের তথ্য হাতে পাবে ইসরো। কাজ শেষ করতে হবে ১৪ দিনেই, কারণ পৃথিবীর সাড়ে ১৪ দিন চাঁদের একদিনের সমান। আর ওই সময়টুকুই সোলার সেল সক্রিয় থাকবে স্বয়ংক্রিয় দুই যানের।
ইসরো জানিয়েছে, পৃথিবীর কক্ষপথে প্রথম ১৭ দিন থাকবে GSLV Mk-III৷ আরও শক্তি বাড়িয়ে তারপর চাঁদের কক্ষপথে ঢুকবে৷ সব মিলিয়ে ৫৪ দিন লাগবে চন্দ্রযান ২-এর চাঁদের মাটিতে ছুঁতে৷ ৬ সেপ্টেম্বরের বদলে ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমকে নামবে চন্দ্রযান। অভিযান ৭ দিন পিছলেও বিক্রম ও প্রজ্ঞানের চাঁদের বুকে নামা পিছোচ্ছে মাত্র ১ দিন। টানা ১৪ দিন চাঁদের দক্ষিণ মেরুতে সন্ধান করবে চাঁদের মাটির রহস্য।