চন্দ্রযান ২-র ব্যর্থতার জন্য দায়ী... ISRO প্রধান এস. সোমনাথের আত্মজীবনীতে বড় পর্দা ফাঁস! কেন বন্ধ হল বই প্রকাশ?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শোনা গিয়েছিল নিজের আত্মজীবনীতে প্রাক্তন ইসরো প্রধান কে. কে সিভান সম্পর্কে কিছু বিস্ফোরক দাবি করেছিলেন এস. সোমনাথ৷
আপাতত প্রকাশিত হচ্ছে না ISRO-র অধ্যক্ষ এস. সোমনাথের আত্মজীবনী। কিন্তু হঠাৎই ইসরো প্রধান জানিয়েছেন, আপাতত তিনি নিজের আত্মজীবনী প্রকাশ করছেন না৷ কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত নিলেন ইসরো প্রধান?
শোনা গিয়েছিল নিজের আত্মজীবনীতে প্রাক্তন ইসরো প্রধান কে. কে সিভান সম্পর্কে কিছু বিস্ফোরক দাবি করেছিলেন এস. সোমনাথ৷ সেকারণেই কি বই প্রকাশে স্থগিত রাখছেন?
advertisement
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, সোমনাথ নিশ্চিত করেছেন যে তিনি এখন তাঁর আত্মজীবনী ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গল’ (The Lions that Drank the Moon) প্রকাশ করবেন না৷
advertisement
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, যে তিনি তাঁর আত্মজীবনীতে কারও সম্পর্কে কোনও খারাপ কথা লেখেননি৷ তাঁর আত্মজীবনী বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে৷ কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে এই বই নিয়ে কীসের এত বিতর্ক?
সোমনাথের পরিচালনায় সফল হয়েছে চন্দ্রযান ৩ মিশন৷ তবে এর আগের চন্দ্রযান-২ মিশনটি ব্যর্থ হয়৷ শোনা গিয়েছে, চন্দ্রযান-২-এর ব্যর্থতার জন্য আত্মজীবনীতে প্রাক্তন ISRO চেয়ারম্যান কে. কে সিভানকে খানিকটা দায়ী করেছেন এস. সোমনাথ৷ সেইসঙ্গে কে.কে সিভান সম্পর্কে আরও কিছু ক্ষোভ নিজের বইতে উগরে দিয়েছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2023 6:09 PM IST