নাশকতা চালাতে হাই-টেক পথে IS সেল

Last Updated:

সুরক্ষিত ই-মেলের মাধ্যমে বিদেশে যোগাযোগ। প্রি-অ্যাক্টিভেটেড সিম ব্যবহার করে পরিকল্পনা। নাশকতা চালাতে হাই-টেক পথেই এগোচ্ছিল হায়দরাবাদের আইএস সেল।

#কলকাতা: সুরক্ষিত ই-মেলের মাধ্যমে বিদেশে যোগাযোগ। প্রি-অ্যাক্টিভেটেড সিম ব্যবহার করে পরিকল্পনা। নাশকতা চালাতে হাই-টেক পথেই এগোচ্ছিল হায়দরাবাদের আইএস সেল।
ধৃত পাঁচ জঙ্গিকে জেরা করে এনআইএ গোয়েন্দাদের হাতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে । গত ২৯শে জুন এই পাঁচজনকে গ্রেফতার করে NIA।
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরেকজন ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট। অন্যজন আবার কম্পিউটার সায়েন্সের ছাত্র। হায়দরাবাদের ধৃত আইএস সেলের জঙ্গিরা প্রত্যেকেই কম-বেশি উচ্চশিক্ষিত। তাই তাদের নাশকতার পথ যে অত্যাধুনিক হবে, সেবিষয়ে কিছুটা হলেও ধারণা ছিল এনআইএ-র।
advertisement
advertisement
ধৃত ৫ জঙ্গিকে জেরা করে সেবিষয়ে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। এনআইএ সূত্রে খবর, tutanota.com নামে সুরক্ষিত ই-মেল ব্যবহার করত সফটওয়্যার ইঞ্জিনিয়র মহম্মদ ইব্রাহিম ৷ এই মেল-এর মাধ্যমেই বিদেশে হ্যান্ডলারকে অস্ত্র ও ইউরিয়া সরবরাহের তথ্য দিত সে ৷ সেন্ডার বা রিসিভার ছাড়া এই এনক্রিপশন বা অতিসুরক্ষিত মেল-এর তথ্য তৃতীয় ব্যক্তির পক্ষে জানা মুশকিল ৷ হোয়াট্যস অ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারেও গোপনীয়তা রক্ষা করতে এই এনক্রিপশন প্রযুক্তিই ব্যবহৃত হয় ৷
advertisement
মোবাইল ও সিম জোগারের দায়িত্বে ছিল ম্যানেজমেন্টের ছাত্র ফাহাদের উপর ৷  হায়দরাবাদের চারমিনার বাসস্টপের কাছে মোবাইল ও সিম কেনে সে ৷ ৫টি চাইনিজ মোবাইল ও ৯টি প্রি-অ্যাক্টিভেটেড সিম কিনেছিল ফাহাদ ৷ নাশকতার পরিকল্পনার কাজে এই সিমগুলি ব্যবহার করত আইএস সেল ৷ নকল চাইনিজ মোবাইলগুলির IMEI নম্বর না থাকায় সেগুলি ট্র্যাক করা মুশকিল আর সিমগুলি প্রি-অ্যাক্টিভেটেড হওয়ায় গ্রাহকদের তথ্যের প্রয়োজন হয় না ৷ তাই গোয়েন্দাদের অতি সহজেই ধোঁকা দিতে পারত এই আইএস জঙ্গিরা ৷
advertisement
অন্যদিকে,  বিবি বাজার থেকে ওজন মাপার যন্ত্র কেনে ইলিয়াস ৷ বিস্ফোরকগুলি মাপার জন্য দরকার ছিল এই যন্ত্রের ৷
গত ২৯শে জুন হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয় পাঁচ হাইটেক আইএস জঙ্গিকে। এনআইএ সূত্রে খবর, শহরজুড়ে মন্দির, শপিং মল ও একাধিক থানায় বিস্ফোরণ ঘটানোই ছিল এই আইএস সেলের লক্ষ্য।
বাংলা খবর/ খবর/দেশ/
নাশকতা চালাতে হাই-টেক পথে IS সেল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement