Nupur Sharma: নূপুর শর্মাকে নিকেশ করাই ছিল লক্ষ্য, রাশিয়ায় ধৃত আইএস জঙ্গির চাঞ্চল্যকর স্বীকারোক্তি

Last Updated:

নুপূর শর্মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই রাশিয়ায় পৌঁছয় সে৷ লক্ষ্য ছিল রাশিয়া থেকে ভিসা নিয়ে দিল্লি পৌঁছনো৷

বিজেপি নেত্রী নূপুর শর্মা৷
বিজেপি নেত্রী নূপুর শর্মা৷
#দিল্লি: রাশিয়ায় ধৃত সিরিয়ার আইএস জঙ্গিকে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের শীর্ষ সূত্রে এমনই খবর মিলেছে৷ আজামভ নামে ওই আইএস জঙ্গির জন্ম হয় ১৯৯২ সালে৷ তুরস্কে তাকে দলে নেয় আইএস৷ সেখানেই প্রশিক্ষণ চলে তার৷ আজামভ বিশ্বাস করত, হজরত মহম্মদকে নিয়ে নূপুর শর্মা যে অপমানজনক মন্তব্য করেছেন, তাতে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া উচিত৷
নুপূর শর্মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই রাশিয়ায় পৌঁছয় সে৷ লক্ষ্য ছিল রাশিয়া থেকে ভিসা নিয়ে দিল্লি পৌঁছনো৷ সূত্রের খবর, দিল্লিতে পৌঁছলে স্থানীয় ভাবে তাকে সহযোগিতা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷
জেরায় আজামভ স্বীকার করেছেন, অনলাইন প্রশিক্ষণেই তাকে চরমপন্থার প্রতি আকর্ষিত করা হয়েছিল৷ কোনও আইএস নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়নি তার৷ অপারেশনের দ্বিতীয় পর্যায়ে তিনি রাশিয়ায় পৌঁছন বলে দাবি করেছে আজামভ৷
advertisement
advertisement
গত ২৭ জুলাই একটি বিদেশী সন্ত্রাস দমন এজেন্সির মাধ্যমে রাশিয়ায় একজন জঙ্গির গ্রেফতার হওয়ার খবর পায় ভারত৷ ওই এজেন্সি জানিয়েছিল, কিরঘিজস্তান এবং উজবেকিস্তানের দুই আত্মঘাতী জঙ্গি ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল৷ তাদের মধ্যে একজন তুরস্ক থেকে এসেছে৷
advertisement
ভারতের আসা তথ্য অনুযায়ী, ওই দুই জঙ্গি রাশিয়ার মস্কো অথবা অন্য কোনও দূতাবাসের মাধ্যমে ভারতে আসার জন্য ভিসার আবেদন জানাবে৷ এই তথ্য হাতে পেয়েই রাশিয়াকে জানায় ভারত৷ সেই সূত্র ধরেই আজামভকে আটক করে সেদেশের ফেডারেল সিকিউরিটি সার্ভিস৷
এই তথ্য হাতে আসার সঙ্গে ভারতীয় গোয়েন্দারাও তৎপর হন৷ দেশের ভিতরে আইএস-এর মেরুদণ্ড ভেঙে দিতে অ্যান্টি টেররিজম স্কয়াড গোটা দেশ জুড়ে বৈঠক করে৷ এর পরেই ভারতে আইএস-এর সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের বিরুদ্ধে জোরদার অভিযানে নামে এটিএস৷ দু' দিনের মধ্যে অন্তত ৩৫টি জায়গায় অভিযান চলে৷ অনেককেই হেফাজতে নিয়ে জেরা করা হয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nupur Sharma: নূপুর শর্মাকে নিকেশ করাই ছিল লক্ষ্য, রাশিয়ায় ধৃত আইএস জঙ্গির চাঞ্চল্যকর স্বীকারোক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement