প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কী বড়সড় চক্রান্ত? আইনজীবীর অভিযোগে তোলপাড়

Last Updated:
#নয়াদিল্লি: প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পিছনে কী বড়সড় চক্রান্ত? আইনজীবী উৎসব বাইন্সের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। উৎসবের অভিযোগ, চক্রান্তে সামিল দাউদ ইব্রাহিম থেকে জেট এয়ারওয়েজ চেয়ারম্যান নরেশ গয়ালও। বুধবার সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে এর প্রমাণ দিতে হবে ওই আইনজীবীকে। দেশের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে আলোড়ন। তারই মধ্যে বিস্ফোরক দাবি এক আইনজীবীর। রঞ্জন গগৈকে পদ থেকে সরাতেই এই চক্রান্ত বলে দাবি ওই আইনজীবীর। দাউদ ইব্রাহিম থেকে নরেল গয়াল, অপরাধ থেকে কর্পোরেট জগৎ - বেশ কিছু পরিচিত নাম এই চক্রান্তে যুক্ত বলেও দাবি আইনজীবী উৎসব বাইন্স।
সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী উৎসব বাইন্স৷ ন্যাশনাল ল’স্কুল ও হাভার্ডের প্রাক্তনী তিনি৷ কর্পোরেট ল’ইয়ার হিসাবেই পরিচিত তিনি৷ প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চে হলফনামা দায়ের করেন উৎসব। সেখানেই দাবি করেন যে ফোনে অজয় নামে কেউ নিগৃহীতার হয়ে মামলা লড়তে দেড় কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। বিচারপতিদের রায়কে প্রভাবিত করতে একটি গোষ্ঠী প্রবল সক্রিয়। প্রধান বিচারপতি এদের দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন।
advertisement
ডি কোম্পানি ও দাউদ ইব্রাহিম ছাড়াও জেট এয়ারওয়েজ প্রতিষ্ঠাতা নরেশ গয়ালরাই নাকি ওই গোষ্ঠীকে প্রধান বিচারপতিকে পদ থেকে সরাতে দায়িত্ব দিয়েছেন। হলফনামায় উৎসবের দাবি, ফোনে অজয় বলে ওই ব্যক্তি এমনটাই জানান তাঁকে। এই সংক্রান্ত ফোন রেকর্ডও তিনি জমা দিতে তৈরি বলে দাবি ওই আইনজীবীর। বুধবার তিন সদস্যের বেঞ্চে হাজির হয়ে যাবতীয় তথ্যপ্রমাণ দিতে উৎসবকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরই মধ্যে প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে বিবৃতি জারি করেছেন অরুন্ধতী রায়, মেধা পাটকর, অরুণা কায়ের মতো বুদ্ধিজীবী ও সাস্কৃতিক কর্মীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ কী বড়সড় চক্রান্ত? আইনজীবীর অভিযোগে তোলপাড়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement