Latest Bangla News: আইপিএস অফিসারের স্যুটকেসে এ কী! বিমানবন্দরে পরীক্ষা হতেই সবার চোখ কপালে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#জয়পুর: বিমানবন্দরে বেশ বড়সড় স্যুটকেস নিয়েই প্রবেশ করেছিলেন আইপিএস (IPS) অফিসার৷ স্যুটকেসের মধ্যে কী আছে তা দেখার জন্য সেটি খুলতে বলেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা৷ কিন্তু স্যুটকেস খুলে ভিতর থেকে যা বেরোল, তা দেখে চক্ষু চড়়কগাছ সবারই৷ কারণ স্যুটকেসের ভিতরে ছিল দশ কেজি মটরশুঁটি৷
যে আইপিএস অফিসারের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর নাম অরুণ বোথরা৷ তিনি ওড়িশার ট্রান্সপোর্ট কমিশনার৷ এই ঘটনাটি ঘটে জয়পুর বিমানবন্দরে৷ নিজেই ট্যুইটারে মটরশ্যুঁটি ভর্তি স্যুটকেসের ছবি পোস্ট করে ঘটনার কথা নিজেই জানিয়েছেন ওই আইপিএস অফিসার৷
Security staff at Jaipur airport asked to open my handbag 😐 pic.twitter.com/kxJUB5S3HZ
— Arun Bothra 🇮🇳 (@arunbothra) March 16, 2022
advertisement
advertisement
অরুণ বোথরা জানিয়েছেন, জয়পুর থেকে দশ টাকা কেজি দরে দশ কেজি মটরশ্যুঁটি কেনেন তিনি৷ বিমানবন্দরে প্রবেশের পরে নিয়মমতো স্ক্যানারে ব্যাগটির পরীক্ষাও করেন নিরাপত্তারক্ষীরা৷ তখনই ভিতরে সন্দেহজনক জিনিস থাকায় স্যুটকেসটি খুলতে বলা হয় তাঁকে৷
advertisement
ওই আইপিএস অফিসারের পোস্ট দেখে মজা পেয়েছেন ট্যুইটার ব্যবহারকারীরাও৷ মাত্র কয়েকঘণ্টার মধ্যে এই পোস্টে প্রায় পঞ্চাশ হাজার লাইক পড়েছে৷ অরুণ বোথরার পোস্টে কমেন্ট করতে গিয়ে অবনীশ শরণ নামে আর এক আইপিএস অফিসারও বিমানে করে সব্জি নিয়ে যেতে গিয়ে অতিরিক্ত দু' হাজার টাকা খরচের অভিজ্ঞতা তুলে ধরেন৷
advertisement
পবন দুরানি নামে আর এক ট্যুইটার ব্যবহারকারীও জানান, তিনি নিজেও জয়পুর থেকে অরুণ বোথরার মতোই চল্লিশ টাকা কেজি দরে দশ কেজি মটরশ্যুঁটি কিনেছেন৷
আইপিএস অফিসার হলেও ট্যুইটারে দারুণ জনপ্রিয় অরুণ বোথরা৷ প্রায় ২ লক্ষ ৩০ হাজার ফলোয়ার রয়েছে তাঁর৷ নিয়মিত বিভিন্ন স্বাদের ট্যুইট করেন তিনি৷ কখনও তা হয় মজার, কখনও আবার অর্থবহ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2022 1:49 PM IST