IPS Officer death: ক্যানসারে মারা গিয়েছেন স্ত্রী, সহ্য করতে না পেরে শোকে আত্মঘাতী আইপিএস অফিসার

Last Updated:

IPS Officer death: স্ত্রীকে হারানোর শোকে আত্মঘাতী হলেন একজন আইপিএস অফিসার। ঘটনাটি ঘটেছে অসমে, মৃত পুলিশ কর্তার নাম শিলাদিত্য চেটিয়া, তিনি অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব ছিলেন বলে জানা গিয়েছে।

আত্মঘাতী আইপিএস অফিসার
আত্মঘাতী আইপিএস অফিসার
গুয়াহাটি: স্ত্রীকে হারানোর শোকে আত্মঘাতী হলেন একজন আইপিএস অফিসার। ঘটনাটি ঘটেছে অসমে, মৃত পুলিশ কর্তার নাম শিলাদিত্য চেটিয়া, তিনি অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর মঙ্গলবার মারা যান। হাসপাতালে স্ত্রীর মৃত্যু সংবাদ শোনার পরেই আত্মহত্যার পথ বেছে নেন পুলিশ কর্তা।
অসম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই আত্মঘাতী হন আইপিএস অফিসার। অসম পুলিশের পক্ষ থেকে শিলাদিত্যের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে।
advertisement
২০০৯ ব্যাচের আইপিএস শিলাদিত্য চেটিয়া স্ত্রীর অসুস্থতা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিপর্যস্ত ছিলেন। স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত কারণে তাঁকে চার মাস ছুটি দেওয়া হয়। মঙ্গলবার শিলাদিত্যের স্ত্রী শেষ নিশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকের থেকে এই কথা শোনার পরেই আত্মহত্যা করেন আইপিএস অফিসার। এদিন আত্মহত্যার চেষ্টার কিছুক্ষণের মধ্যেই পুলিশ কর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তাঁকে প্রাণে বাঁচানো যায়নি।
advertisement
অসমের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি অসমের তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার পুলিশ সুপার ছিলেন। আইপিএসের আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/দেশ/
IPS Officer death: ক্যানসারে মারা গিয়েছেন স্ত্রী, সহ্য করতে না পেরে শোকে আত্মঘাতী আইপিএস অফিসার
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement