INX Media Case: সিবিআই লক-আপে রাত কাটল চিদম্বরমের, কাশ্মীর থেকে নজর ঘোরানোর চেষ্টা, দাবি কার্তির
Last Updated:
রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পি চিদম্বরমকে নিয়ে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যায় সিবিআই৷ সেখানে মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে সিবিআই সদর দফতরে নিয়ে যাওয়া হয়৷
#নয়াদিল্লি: একটি সাংবাদিক বৈঠক৷ তারপর এক ঘণ্টার নাটক৷ পাঁচিল টপকে ঘরে ঢুকে সিবিআই গ্রেফতার করল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে (P Chidambaram)৷ আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে সিবিআই ও ইডি৷ বুধবার রাতভর প্রাক্তন অর্থমন্ত্রী সিবিআই-এর গেস্টহাউস লকআপে কাটিয়েছেন৷ আজ তাঁকে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হবে৷
রাতে বাড়ি থেকে গ্রেফতার করে পি চিদম্বরমকে নিয়ে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যায় সিবিআই৷ সেখানে মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে সিবিআই সদর দফতরে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাচক্রে চিদম্বরম যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সিবিআই-এর নয়া সদর দফতর বিল্ডিংটি তিনিই উদ্বোধন করেছিলেন৷ সেখান থেকে তাঁকে সিবিআই-এর গেস্টহাউসে রাখা হয়৷ গেস্টহাউসের ৫ নম্বর সুইটে রয়েছেন চিদম্বরম৷ মঙ্গলবার থেকে চদিম্বরমকে খুঁজছিল সিবিআই ও ইডি৷
advertisement
#WATCH ANI file footage: The then Union Home Minister, P Chidambaram at the inauguration of the new Central Bureau of Investigation (CBI) headquarters in Delhi on June 30, 2011. Chidambaram was arrested by CBI yesterday and brought to this complex. pic.twitter.com/ikuxIzaSyF
— ANI (@ANI) August 22, 2019
advertisement
advertisement
গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার চরম নিদর্শন বলেই অভিযোগ করেছেন পি চিদম্বরমের ছেলে কার্তি৷ তাঁর কথায়, 'রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই বাবাকে গ্রেফতার করা হল৷ কংগ্রেসের ভাবমূর্তি খারাপ করার জন্য ও কাশ্মীর সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই নোংরা খেলা৷ একেবারেই রাজনৈতিক স্বার্থে৷ আর কিছু নয়৷'
INX মিডিয়া মামলায় প্রাক্তন পি চিদম্বরমের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দিল্লি হাইকোর্টে চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই মঙ্গলবার সন্ধ্যায় চিদম্বরমের বাড়িতে যায় সিবিআই ও ইডি৷
advertisement
Karti Chidambaram in Chennai: It (arrest of P Chidambaram by CBI) is being done just to divert attention from the issue of #Article370. pic.twitter.com/ym8t0TjRbH
— ANI (@ANI) August 22, 2019
চিদম্বরমের আগাম জামিনের আর্জি ত্রুটিপূর্ণ বলে জানায় সুপ্রিম কোর্ট৷ সেই ত্রুটি সংশোধন করে প্রধানবিচারপতির কাছে মামলার ফাইল পাঠিয়েছেন চিদম্বরমের আইনজীবী৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার শুনানি হবে শুক্রবার৷ চিদম্বরমের আগাম জামিনের আবেদনের তড়িঘড়ি শুনানির আবেদনও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ গ্রেফতারি এড়ানোর বিশেষ রক্ষাকবচও আর নেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 22, 2019 7:58 AM IST