মহারাষ্ট্রে ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা নেই, অন্তর্বর্তী সমীক্ষায় চাপে বিজেপি

Last Updated:
#মুম্বই: লোকসভা নির্বাচনের আগে চলে অন্তর্বর্তী সমীক্ষা আর এবার সেই অন্তর্বর্তী সমীক্ষার জেরেই ঘুম উড়েছে মহারাষ্ট্র বিজেপির । মহারাষ্ট্র বিজেপির তরফ থেকেই চালানো হয়েছিল একটি সমীক্ষা যেখানে দেখা গিয়েছে ৮ জন সাংসদ ও ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা বেশ ক্ষীণ । এই খবরেই রীতিমত ঘুম উড়েছে বিজেপির ।
এই সমীক্ষার মাধ্যমেই ভোটারদের কাছে নির্বাচিত প্রতিনিধিদের কাজের বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল । এর সঙ্গে জানতে চাওয়া হয়েছিল কর্মরত প্রতিনিধিদের তাঁরা পুনঃনির্বাচিত করবেন কি না। এর উত্তরেই বিজেপি প্রতিনিধিদের নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ । শোলাপুরের সাংসদ শরদ বানসোদে, ধুলের সাংসদ সুভাষ ভামরে ও রক্ষা খাড়সের কাজে মোটেই খুশি নয় মানুষ, বলছে এই সমীক্ষা । বিরোধী কংগ্রেস জোট নিয়েও চাপে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপির, বলছে সমীক্ষার রিপোর্ট ।
advertisement
advertisement
যদিও প্রতিনিধিরা কাজ করছেন না, এই বক্তব্য খারিজ করে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি রাওসাহেব দাঙ্গে । এই ধরনের সমীক্ষাগুলির সাহায্যে কেবলমাত্র নিজেদের কোনও ঘাটতি পূরণ করে নেওয়ার চেষ্টা করেন দলের সদস্যরা । তাঁর মতে প্রতিনিধিরা প্রসংশনীয় ভাবে কাজ করে চলেছেন ।
advertisement
Report: Praful Salunkhe
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে ৪০ জন বিধায়কের জেতার সম্ভাবনা নেই, অন্তর্বর্তী সমীক্ষায় চাপে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement