#নয়াদিল্লি: ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার বিরোধীদের দবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের জেরে আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ হতে পারে বলে দাবি করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷
Integrity of EVMs by matching with sample VVPATs has to be done at the start of the counting. Doing so after the trends are declared makes it infructuous and is likely to lead to protests and a possible law and order situation from the affected candidates. https://t.co/Aj3zN2wFUT
— Sitaram Yechury (@SitaramYechury) May 22, 2019
ট্যুইটারে তিনি লেখেছেন, 'ভোট গণনার শুরুতেই ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে গণনা করতেই হবে৷ যদি গোটা প্রক্রিয়াটিতে অনেক দেরি হয়, তা হলে কেন নির্বাচন কমিশন বেসিক পদ্ধতিটি মানছে না? '
ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ আগের নিয়মেই ভোট গণনা করবে কমিশন৷ অর্থাত্ আগে ইভিএম গণনা হবে৷ শেষ ভিভিপ্যাট৷ অতএব ভোট গণনা নিয়ে নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল কমিশন৷
ইভিএম কারচুপি নিয়ে একযোগে অভিযোগ করে বিরোধীরা৷ ২২টি বিরোধী দল এই অভিযোগ জানিয়ে একটি স্মারকলিপিও দেয় নির্বাচন কমিশনে৷ বিরোধীদের অভিযোগ নিয়ে আজ অর্থাত্ বুধবার বৈঠক করে কমিশন৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বিরোধীদের দাবি মেনে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম গরমিল হলে সংশ্লিষ্ট কেন্দ্রের সব ভিভিপ্যাট গণনা ও ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার আবেদন খারিজ হয়ে যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EVM, Law and Order, Lok Sabha elections 2019, VVPAT