হোম /খবর /দেশ /
কমিশনের সিদ্ধান্তে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, ট্যুইট ইয়েচুরির

কমিশনের সিদ্ধান্তে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, ট্যুইট ইয়েচুরির

সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার বিরোধীদের দবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কমিশনের এই সিদ্ধান্তের জেরে আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ হতে পারে বলে দাবি করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷

    ট্যুইটারে তিনি লেখেছেন, 'ভোট গণনার শুরুতেই ইভিএম-এর সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে গণনা করতেই হবে৷ যদি গোটা প্রক্রিয়াটিতে অনেক দেরি হয়, তা হলে কেন নির্বাচন কমিশন  বেসিক পদ্ধতিটি মানছে না?  '

    ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার বিরোধীদের দাবি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন৷ আগের নিয়মেই ভোট গণনা করবে কমিশন৷ অর্থাত্‍‌ আগে ইভিএম গণনা হবে৷ শেষ ভিভিপ্যাট৷ অতএব ভোট গণনা নিয়ে নিজেদের সিদ্ধান্তেই অটল থাকল কমিশন৷

    ইভিএম কারচুপি নিয়ে একযোগে অভিযোগ করে বিরোধীরা৷ ২২টি বিরোধী দল এই অভিযোগ জানিয়ে একটি স্মারকলিপিও দেয় নির্বাচন কমিশনে৷ বিরোধীদের অভিযোগ নিয়ে আজ অর্থাত্‍‌ বুধবার বৈঠক করে কমিশন৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, বিরোধীদের দাবি মেনে ভিভিপ্যাটের সঙ্গে ইভিএম গরমিল হলে সংশ্লিষ্ট কেন্দ্রের সব ভিভিপ্যাট গণনা ও ইভিএম-এর আগে ভিভিপ্যাট গণনার আবেদন খারিজ হয়ে যায়৷

    First published:

    Tags: EVM, Law and Order, Lok Sabha elections 2019, VVPAT