Insurance Amendment Bill: ইনস্যুরেন্স এজেন্টদের জন্য দুঃসংবাদ, ফের আসছে বিমা সংশোধনী বিল

Last Updated:

সংশোধনী বিলে ছোট সংস্থাগুলির বিমার ব্যবসায় লগ্নির রাস্তা করে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি:  বিমা সংস্থাগুলির এজেন্টদের জন্য দু:সংবাদ।  আসন্ন শীতকালীন অধিবেশন আসছে বিমা সংশোধন বিল। সেই বিলে বিমা এজেন্ট দের ভুমিকা কম করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিমা সংস্থাগুলি এবার থেকে সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এছাড়াও একগুচ্ছ সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে বিমা সংশোধনী বিলে।
ইতিমধ্যেই বিলের খসড়া প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের খবর। মন্ত্রিসভার অনুমোদন এলেই বিলটি পেশ করা হবে সংসদে। সংশোধনী বিলে ছোট সংস্থাগুলির বিমার ব্যবসায় লগ্নির রাস্তা করে দেওয়া হয়েছে। তার জন্য ১০০ কোটি টাকার সীমারেখার প্রত্যাহার করে নেওয়া হবে। বর্তমানে বিমা ব্যবসায় যুক্ত হতে ১০০ কোটি টাকার পুঁজি থাকতেই হয়। সেই নিয়ম প্রত্যাহার করে নেওয়া হবে। এর ফলে ক্ষুদ্র সংস্থাগুলির বিমা ব্যবসায় লগ্নির রাস্তা খুলে যাবে বলে মত কেন্দ্রীয় সরকারের।
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের নিয়মে পরিচালিত ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান এবং স্বল্প সময়ের নন ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি ক্ষুদ্র বিমা সংস্থাগুলির মানদণ্ড হিসেবে কাজ করবে প্রস্তাবিত সংশোধনীতে। বিমা বিলের সংশোধন নিয়ে  ইনসিওরেন্স রেগুরেলটরি অথরিটি অফ ইন্ডিয়া বা আইআরডিএআইয়ের সঙ্গে শলাপরামর্শ শুরু করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
advertisement
এছাড়াও নতুন বিমা বিলে ইউজ অ্যান্ড ফাইল নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। বর্তমানে কোনও প্রকল্প চালু করার আগে সেই সংক্রান্ত ফাইল এবং প্রয়োজনীয় নথি বিমা নিয়ন্ত্রক কতৃপক্ষকে জমা দিতে হয় বিমা সংস্থা গুলিকে। সেই নিয়ম আর থাকবে না। সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রকল্প চালু করার পর ফাইল জমা দিতে পারবে বিমা সংস্থাগুলি। তবে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সূত্রের খবর। ব
advertisement
র্তমানে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৭৫ শতাংশ। সেই সীমা বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে কিনা তা এখনও স্থির করা হয়নি বলে সূত্রের খবর। যোগা এবংঅ্যাম্বুল্যান্স পরিষেবাকে স্বাস্থ্য বিমার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Insurance Amendment Bill: ইনস্যুরেন্স এজেন্টদের জন্য দুঃসংবাদ, ফের আসছে বিমা সংশোধনী বিল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement