Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে অটোচালকদের অভিনব উদ্যোগ... গুজরাতে লাগছে না অটোভাড়া
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Narendra Modi Birthday: আজ, রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। ‘ঘরের ছেলের’ জন্মদিন পালনে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন সুরাতের অটোচালকেরা।
গুজরাতঃ আজ, রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা জনে নানা ভাবে এই বিশেষ দিনটি উদযাপন করছেন। ‘ঘরের ছেলের’ জন্মদিন পালনে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছেন সুরাতের অটোচালকেরা। তাঁরা মোদির জন্মদিন উপলক্ষে দিনভর অটো পরিষেবায় ছাড় দিচ্ছেন। কেউ কেউ দিচ্ছে পরিষেবায় ৩০ শতাংশ ছাড়, কেউ আবার একেবারেই বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
সুরাতের অন্তত এক হাজার অটোচালক এই অভিনব উদ্যাপনে শামিল হয়েছেন। বেশির ভাগই জানিয়েছেন, রবিবার তাঁরা যাত্রীদের কাছ থেকে সাধারণ ভাড়ার চেয়ে ৩০ শতাংশ কম টাকা নেবেন। স্থানীয় বিধায়ক পূর্ণেশ মোদি এই অটোচালকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ ভাবে ৭৩ জন অটোচালককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রবিবার ৭৩ বছরে পা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী এবং গুজরাতের ‘ঘরের ছেলে’। তাই, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ভাবে ৭৩ জন অটোচালক জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের অটোতে যাত্রীদের নিয়ে যাতায়াত করবেন।
advertisement
advertisement
মোদির জন্মদিন উপলক্ষে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বিজেপি। রবিবার থেকে শুরু হবে দু’সপ্তাহব্যাপী ‘সেবা পাখওয়ারা’। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।
advertisement
জন্মদিনে নতুন একটি সরকারি প্রকল্প চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। তার নাম ‘পিএম বিশ্বকর্মা’। এই প্রকল্পে মোদী দেশের কারিগর, নির্মাণশিল্পীদের সাহায্য করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 2:02 PM IST
