Narendra Modi Birthday: আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চালু হল বিজেপির ‘সেবা ভব’ কর্মসূচি ‘নমো অ্যাপে’

Last Updated:

Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি বিশেষ প্রচারাভিযান চালু করেছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম নরেন্দ্র মোদি অ্যাপ (Narendra Modi App),যা নমো অ্যাপ নামে পরিচিত।

 আজ নরেন্দ্র মোদির জন্মদিন
আজ নরেন্দ্র মোদির জন্মদিন
নয়াদিল্লি: আজ, রবিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৩ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি বিশেষ প্রচারাভিযান চালু করেছে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম নরেন্দ্র মোদি অ্যাপ (Narendra Modi App),যা নমো অ্যাপ নামে পরিচিত। এই অ‍্যাপের মাধ্যমে বিজেপি ‘আপনার সেবা ভাব প্রকাশ করুন’ কর্মসূচির প্রচার করতে চলেছে।
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূলত তাঁর জন্মদিনটি জনকল্যাণের করার একটি উপযুক্ত দিন হিসাবে পালন করেন। ভারতীয় জনতা পার্টিও সেই পথের পথিক। দেশের নাগরিকদের সেবা করার লক্ষ্যে বিশেষ প্রচার শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষ্যে, নমো অ্যাপের মাধ্যমে ‘এক্সপ্রেস ইয়োর সেবা ভাব’ প্রচারাভিযান চালু করতে চলেছে।
advertisement
ব্যবহারকারীরা নমো অ্যাপে একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রীকে তাঁদের শুভেচ্ছা পাঠাতে পারবে। কেউ সরাসরি অ্যাপে একটি ভিডিও রেকর্ডিং আপলোড করে প্রধানমন্ত্রীকে একটি ‘ভিডিও শুভকামনা’ শেয়ার করতে পারেন। এগুলি অ্যাপের ভিডিও ওয়ালেও দৃশ্যমান হবে। পার্টি আশা করছে লক্ষাধিক লোক এই রিল-স্টাইল মোডটি ব্যবহার করবে।
প্রতি বছর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন নিয়ে একটি ভার্চুয়াল প্রদর্শনী হয় নমো অ্যাপে, যার নাম ‘ভার্চুয়াল প্রদর্শনী কর্নার’। প্রদর্শনীতে তিনি এখনও পর্যন্ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি সেগুলিকে কীভাবে অতিক্রম করেন এবং কীভাবে তাঁর অগ্রগতি ঘটে- গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হন, সেটা তুলে ধরা হয়। দেশবাসীর মধ্যে সেবা ভাব জাগ্রত করতেই প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ‘গিফট অফ সেবা’ নামে একটি কর্মসূচি চালু করেছেন ভারতীয় জনতা পার্টি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Birthday: আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চালু হল বিজেপির ‘সেবা ভব’ কর্মসূচি ‘নমো অ্যাপে’
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement