Arunachal Pradesh: ছেলের শরীরে ক্ষত! চিকিৎসা চান অরুণাচলপ্রদেশের নিখোঁজ কিশোরের বাবা

Last Updated:

Arunachal Pradesh: মিরাম তারনের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত এবং বন্দী অবস্থায় তাকে শারীরিক অত্যাচার করা হয়৷ বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছিল৷ তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে৷

The Indian Army reunited 17-year-old Miram Tarom with his family at a function in Tuting, Upper Siang district of Arunachal Pradesh on January 31. (Image: Twitter/Tapir Gao)
The Indian Army reunited 17-year-old Miram Tarom with his family at a function in Tuting, Upper Siang district of Arunachal Pradesh on January 31. (Image: Twitter/Tapir Gao)
#অরুণাচলপ্রদেশ: ছেলের একটি পুঙ্খানুপুঙ্খ চিকিৎসা করা উচিত, জানালেন অরুণাচলপ্রদেশ (Arunachal Pradesh) থেকে নিখোঁজ হওযা কিশোরের (Miram Taron) বাবা৷ পরিবারের কাছে ফেরার  দু'দিন পর, PLA দ্বারা অপহৃত মিরাম তারনের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত এবং বন্দী অবস্থায় তাকে শারীরিক অত্যাচার করা হয়৷ বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছিল৷ তার হাতে আঘাতের চিহ্ন রয়েছে৷
অরুণাচলের (Arunachal Pradesh) আপার সিয়াং জেলা থেকে  মিরাম তারন (Miram Taron) নামে ১৭ বছরের এক  কিশোরকে  অপহরণ করে চিনা বাহিনী।  তার বন্ধু জনি ইয়াইং পালাতে সক্ষম হলেও, মিরাম পারেনি। তবে সেই বন্ধুই  মিরামের অপহরণের কথা জানিয়েছিলেন।
এরপরেই  ট্যুইট করেন বিজেপি সাংসদ তাপির গাও( BJP MP Tapir Gao)। লেখেন, ভারতের সীমান্তবর্তী অঞ্চল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওই কিশোরকে ৷ ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগও করেন তিনি ৷
advertisement
advertisement
 চিনা আগ্রাসনের এই উদাহরণ একেবারেই নতুন নয়৷ ২০২০ সালেও সেপ্টেম্বর মাসে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) থেকে, পাঁচ যুবককে অপহরণ করেছিল পিএলএ। যে পাঁচজন ভারতীয় নাগরিককে অপহরণ করা হয় বলে অভিযোগ, তাঁরা ভারতীয় সেনার হয়ে পোর্টার এবং গাইড হিসেবে কাজ করতেন বলে খবর৷ তাঁদের নাম তোচ সিংকাম, প্রসাত রিংলিং, ডংটু এবিয়া, তানু বেকার এবং এনগুরু দিরি৷
advertisement
সেনাবাহিনীর অপহরণের পরই ভারতীয় সেনা, পিএলএর সঙ্গে তাদের হটলাইন সক্রিয় করে। প্রতিরক্ষা বাহিনী সূত্রে খবর, ভারতীয় সেনা চিনকে জানিয়েছিল, ভেষজ সংগ্রহ এবং শিকার করতে গিয়ে পথ হারিয়েছিল ওই কিশোর। তারপরেই শুরু হয় তার খোঁজ৷ তাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পিএলএ-র সহায়তা চাওয়া হয়েছিল। দু দিন আগে ফেরানো হয় তাঁকে৷
advertisement
অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসন  ক্রমশ বাড়ছেই৷ সীমান্তের ১৩টি জেলার নাম ইতিমধ্যে বদলে ফেলেছে বেজিং৷ গত ২ বছর ধরে চিনের সঙ্গে লাদাখ নিয়ে টানাপোড়েন চলছে ভারতের। গালওয়ান সংঘর্ষ দুই দেশের সম্পর্ককে বিগড়ে দিচ্ছে ক্রমশ৷ ভারত বোঝাপোড়ার কথা বললেও চিন বারবার তার আগ্রাসী মনোভাব বজায় রেখেছে৷ সম্প্রতি চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার  বৈঠক ফলপ্রসূ হয়নি। ভারতীয় সেনা বারবারই হটস্প্রিং এলাকা থেকে সেনা সরানোর কথা বলেছে। রাজি হয়নি চিনা ফৌজ।  ক্রমাগত এই ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সীমান্তে৷ এই মুহূর্তে শুধু ছেলের কোভিড পরীক্ষা নয়, তার ক্ষতও সারাতে চান অসহায় বাবা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arunachal Pradesh: ছেলের শরীরে ক্ষত! চিকিৎসা চান অরুণাচলপ্রদেশের নিখোঁজ কিশোরের বাবা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement