অসুস্থ কিশোরের চিকিৎসায় তৎপরতা, কলকাতায় দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিল পুলিশ

Last Updated:

পুলিশের মানবিক মুখ। অসুস্থ এক স্কুলপড়ুয়া কিশোরের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল। গাড়িতে কলকাতা নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি রাস্তায় যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য কলকাতা যাওয়ার পথে বিভিন্ন থানাগুলিকে খবর দেওয়া হয়।

#ঝাড়গ্রাম: পুলিশের মানবিক মুখ। অসুস্থ এক স্কুলপড়ুয়া কিশোরের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল। গাড়িতে কলকাতা নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি রাস্তায় যাতে কোন রকম অসুবিধা না হয় তার জন্য কলকাতা যাওয়ার পথে বিভিন্ন থানাগুলিকে খবর দেওয়া হয়।
ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার একটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ১২ বছরের পলাশ মাহাতো পড়াশুনার জন্য মেসে থাকত। তার বাড়ি ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়াতে।
advertisement
advertisement
জানা গিয়েছে মঙ্গলবার রাতে পলাশের প্রচন্ড মাথার ব্যথা শুরু হয়। রাত কোনমতে কাটলেও সকালে মাথা ব্যাথার সাথে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। এরপরেই তড়িঘড়ি সকলে মিলে তাকে ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করে । সিসিইউতে ভর্তি করা হয়েছিল। খবর পেয়ে ঝাড়গ্রাম হাসপাতালে পৌছায় পুলিশ । পালাশকে কলকাতায় রেফার করা হয়। পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ঠিক করার সাথে একটি এসকট গাড়ি দেওয়া হয় যাতে দ্রুত তারা কলকাতায় পৌছাতে পারে। থানা গুলিকেও খবর দেওয়া হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরতরাঠোর বলেন আমারা ব্যবস্থা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ছেলেটিকে নিয়ে কলকাতায় পৌছাতে পারে পরিবারটি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসুস্থ কিশোরের চিকিৎসায় তৎপরতা, কলকাতায় দ্রুত পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিল পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement