রাজ্য কংগ্রেস সভাপতির মিছিলে আটকে পড়ল অ্যাম্বুলেন্স, রাস্তাতেই মৃত্যু সদ্যোজাত শিশুকন্যার
Last Updated:
#চন্ডীগড়: রাস্তা আটকে রাজনৈতিক নেতাদের মিটিং মিছিল নতুন নয় ৷ কিন্তু এবার সেই মিছিলের জন্যই প্রাণ হারালেন এক সদ্যোজাত শিশু ৷ ঘটনাস্থল হরিয়ানার সোনিপাত ৷
শিশুটির বাবা জানিয়েছেন, গতকালই একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্ত্রী এক কন্যাসন্তানের জন্ম দেন ৷ কিন্তু ১২ ঘণ্টা কাটতে না কাটতেই শিশুটির শারিরীক পরিস্থিতির অবনতি ঘটে ৷ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে রোহতাকের একটি হাসপাতালে শিশুটিকে রেফার করে ৷ সেই হাসপাতালেই আজ মেয়েকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন শিশুটির মা বাবা ৷ তখনই ঘটে বিপত্তি ৷ রাস্তায় কংগ্রেস কর্মীদের সাইকেল মিছিলে আটকে পড়ে অ্যাম্বুলেন্স ৷ বেশ কয়েক ঘণ্টা লড়াইয়ের পর অ্যাম্বুলেন্সের ভিতর মায়ের কোলেই মৃত্যু হয় শিশুটির ৷
advertisement
আজ সকাল থেকেই চণ্ডীগড়ের রাস্তায় রাজ্য কংগ্রেস সভাপতি অশোক তানওয়ারের মিছিল চলছিল ৷ যার জেরে শহরের একাংশ পুরো স্তব্ধ হয়ে যায় ৷ যানযটে আটকে পড়ে শ’য়ে শ’য়ে গাড়ি ৷ কিন্তু শারিরীক অবস্থার ক্রমশ অবনতি ঘটায় শিশুটিকে তৎক্ষণাৎ রোহতাকের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল ৷ তাই শিশুটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তার মা বাবা ৷ কিন্তু শেষরক্ষা আর হয়নি ! রোহতকের হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সদ্যোজাত শিশুকন্যাটি ৷
advertisement
advertisement
সদ্যোজাত শিশুকন্যাটির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ওঠে সমালোচনার ঝড় ৷ যদিও এই ঘটনায় নিজেদের দায় এড়িয়ে গিয়েছেন রাজ্য কংগ্রেস সভাপতি ৷ তিনি বলেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক ৷’ পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাকেও কাঠগড়ায় তুললেন তানওয়ার ৷ তাঁর দাবি, ‘নির্ধারিত সময়ের আগেই জন্ম নেয় শিশুটি ৷ আর সে শ্বাসকষ্টেও ভুগছিল ৷ কিন্তু অ্যাম্বুলেন্সে ছিল না যথাযথ অক্সিজেনের ব্যবস্থা ৷ এমনকী, ছিলনা কোনও ডাক্তারও ৷ তাই যথাযথ চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে শিশুটির ৷’
advertisement
যদিও শিশুটির বাবা রাজ্য কংগ্রেস সভাপতি তানওয়ারের বিরুদ্ধে কুন্দলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তাঁর দাবি, তানওয়ারের মিছিলের জন্য তাঁর মেয়ের মৃত্যু হয়েছে ৷
যদিও হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ বলেন, অশোক তানওয়ারের মিছিলের জন্য সদ্যোজাতের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক ৷ এই মিছিলের জন্য তারা কোনও অনুমতিও নেননি ৷ ওই মিছিলের জেরে একদিকে আটকে ছিলেন এরম হাজারো মানুষ ৷ কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপই ছিল না তানওয়ারের দলের কর্মীদের ৷
advertisement
রাফায়েল চুক্তির দুর্নীতি নিয়ে সরব হন কংগ্রেস নেতারা ৷ সোনিপতের কুন্দলি গ্রামে জমা হয় অত্যুত্সাহী দলীয় কর্মীরা। সাইকেল ব়্যালির দাপটে স্তব্ধ হয়ে পড়ে ১ নম্বর জাতীয় সড়ক ৷ যার জেরেই মৃত্যু হয় শিশুটির ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2018 5:10 PM IST