এক টানেতে ভারতীয় পতাকা ছিঁড়ে ভাইরাল নাবালক, উত্তাল সোশ্যাল মিডিয়া
Last Updated:
#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের পর এক সপ্তাহও কাটেনি ৷ তার মধ্যেই ছিঁড়ে ফেলা হল ভারতের পতাকা ৷ আর সেই পতাকা ছেঁড়ার ভিডিওই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷
ভিডিওটিতে দেখা গিয়েছে,‘পাক্কা মুসলমান’ ৷ এই স্লোগান তুলেই ভারতের পতাকা নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলছে এক নাবালক ৷ @AnuMishraBJP এই ট্যুইটার হ্যান্ডেল থেকে শেয়ার হয় ভিডিওটি ৷ আর যা প্রায় ২০ হাজার বার শেয়ার হয়েছে ৷ জানা গিয়েছে, সাংবাদিক রোহিত শ্রাদানা-র ভুয়ো অ্যাকাউন্ট এটি ৷ তবে, বিজেপি নেতা তেজন্দ্র সিং বাগ্গা ওই ট্যুইটার অ্যাকাউন্টটি ফলো করেন রীতিমত ৷ আর তা নিয়েই ঘটনাটি আরও জটিল হচ্ছে ৷
advertisement
भारत के राष्ट्रीय ध्वज को फाड़ के फेंक दिया इस लड़के ने कह रहा है.... कि "पक्का मुसलमान हूँ" ये मानसिकता कहाँ से पैदा हो रही है?@sardanarohit@KapilMishra_IND@TajinderBaggapic.twitter.com/AwFBDp0LsW
— Rohit Sardana (@AnuMishraBJP) August 20, 2018
advertisement
ট্যুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি ৷ আর তাতে কমেন্টস উপচে পড়ছে ৷ প্রত্যেকটি মন্তব্যেই সাম্প্রদায়িকতার ইঙ্গিত রয়েছে ৷
advertisement
Although violence is not the right way,but honestly there is a limit to everything.Don't have to love India but u just can't disrespect it in this manner.#Pakistan was made specifically for this type of Pukka Musalman... #IndiaForAll #Hindu #Muslim #Sikh #Christian https://t.co/Wo2CxMX7u0 — Mayank (@UdtaIndian) August 21, 2018
advertisement
পতাকা ছেঁড়ার ভিডিওটি ভাইরাল হতেই আরও একটি ভিডিও ভাইরাল হয় ৷ যেখানে দেখা যাচ্ছে, ওই নাবালককে গালিগালাজ করছে ক্ষিপ্ত জনতা ৷ এমনকী, ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই ছেলেটিকে রাস্তায় ফেলে পেটাচ্ছে তারা ৷ আর সেই মারের চোটে মাটিতে লুটিয়ে পড়ছে ছেলেটি ৷ আর সেই সময়ই অস্ফুট কন্ঠে তার গলা থেকে ভেসে আসছে একটাই শব্দ ৷ ‘পাক্কা হিন্দু হু’ ৷
advertisement
এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে চিহ্নিত করে পুলিশ ৷ পুলিশের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি জানিয়েছে, পুরো ভিডিওটি ইচ্ছেকৃতভাবে বানানো হয়েছে ৷ এমনকী, ভিডিওটিতে যে নাবালককে দেখা গিয়েছে ৷ সে আদতে হিন্দুই ৷
पक्का मुसलमान हूँ इसलिए तिरंगा फाड़ के फेंकने वाला “स्वामी अग्निवेश” संस्कार होते ही #भारत_माता_की_जय बोल कर नारे देने लगा। लातों के भूत बातों से नहीं मानते। अब कोई कहेगा कि ये तो #Lynching है पर कोई यह भी बताए कि संविधान इस को कैसे रोक सकता है? क़ानून तो इनको रोकने में विफल है ! pic.twitter.com/MvVgV3UcSL
— Suresh Chavhanke STV (@SureshChavhanke) August 21, 2018
advertisement
সোশ্যাল মিডিয়ায় ফের ভুয়ো ভিডিও শেয়ার ৷ যার জেরে চরম হেনস্থার শিকার হল এই নাবালক ৷
view commentsLocation :
First Published :
August 23, 2018 2:55 PM IST