Indore Incident: খাবার জলে মিশেছে শৌচালয়ের জল..ইনদওরে মৃত ১৩, ভাগীরথপুরায় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
মন্ত্রী জানান, যেখানে থেকে পানীয় জলে দূষণ ছড়িয়েছিল, তা চিহ্নিত করা গিয়েছে এবং সারানো হয়েছে৷ এক-দু’দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ নাগরিকদের ফুটিয়ে জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে৷
ইনদওর: মধ্যপ্রদেশের ইনদওর৷ কেন্দ্রীয় পরিসংখ্যানের নিরিখে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহর৷ সেই শহরেই কি না, দূষিত পানীয় জল সেবনের জেরে ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে৷ অসুস্থ প্রায় ১,১০০ জন মানুষ৷ ঘটনার জেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে সে রাজ্য মন্ত্রী তথা সরকার৷ মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, সমস্ত অসুস্থ বাসিন্দাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তাঁদের সরকার৷ পাশাপাশি, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছেন তিনি৷
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী বিজয়বর্গীয় বলেন, ‘‘আমরা সমস্ত অসুস্থ ব্যক্তিদের যথোপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করছি৷ আমরা ৫টি অ্যাম্বুল্যান্স এই জন্য বরাদ্দ রেখেছি৷ গতকালের তুলনায় অসুস্থ ব্যক্তিদের সংখ্যা কমেছে৷ গত রাত থেকে ৬০ জন ব্যক্তি সমস্যা নিয়ে হাসপাতালে এসেছেন, অর্ধেকই প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি যেতে পেরেছেন৷’’
advertisement
advertisement
বিজয়বর্গীয় জানান, ‘‘যাঁদের অবস্থা গুরুতর ছিল তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে৷ আমরা অরবিন্দ হাসপাতালে ১০০টি বেড, এমওয়াই হাসপতালে ১০০ বেডের একটা গোটা ওয়ার্ড অসুস্থদের চিকিৎসার জন্য রেখেছি৷ কিছু বাচ্চাকে চাচা নেহরু হাসপাতালে পাঠানো হয়েছে৷’’
তিনি জানান, ‘‘যে অংশে এই ঘটনা ঘটেছে সেখানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের বাস, তাই তাঁদের চিকিৎসার সব খরচ সরকারই বহন করবে৷ আমি এখানে আছি, এবং যতদিন না আরও কোনও অসুস্থ ব্যক্তি আসা বন্ধ হচ্ছে, আমরা ভাগীরথপুরাতেই থাকব৷’’
advertisement
মন্ত্রী জানান, যেখানে থেকে পানীয় জলে দূষণ ছড়িয়েছিল, তা চিহ্নিত করা গিয়েছে এবং সারানো হয়েছে৷ এক-দু’দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ নাগরিকদের ফুটিয়ে জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে৷
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, মেয়র পুষ্যমিত্র ভার্গব এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন, ভাগীরথপুরায় অসুস্থ ১,১০০ জনেরও বেশি৷ ১১১ জন হাসপাতালে ভর্তি।
advertisement
বিজয়বর্গীয় স্বীকার করেছেন যে আধিকারিকদের ভুলেঅ এই ঘটনা ঘটেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘‘আমার মনে হয়, একটা ভুল হয়েছে, তবে এখনই এই বিষয়ে আলোচনা করার চেয়ে প্রথমে সমস্ত রোগীর সুস্থতা নিশ্চিত করা উচিত। দূষিত পানীয় জলের ঘটনার জন্য দায়ীদের কাউকেই রেহাই দেওয়া হবে না৷’’
advertisement
পুর কর্পোরেশনের কমিশনার দিলীপ কুমার যাদব বলেন, মূল জল সরবরাহ পাইপলাইনে ফুটো হয়ে গিয়েছিল কোনওভাবে৷ আর তার ঠিক উপরেই একটি শৌচালয় ছিল৷ সেখান থেকেই দষণ ছড়িয়েছে।
মুখ্যমন্ত্রী মোহন যাদবের নির্দেশে, একজন জোনাল অফিসার এবং একজন সহকারীকে বরখাস্ত করা হয়েছে৷ বরখাস্ত করা হয়েছে একজন ইনচার্জ সাব-ইঞ্জিনিয়ারকেও৷
ঘটনাটি তদন্তের জন্য একজন আইএএস অফিসারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Indore,Indore,Madhya Pradesh
First Published :
Jan 01, 2026 10:47 AM IST









