Indo Pakistan Tension: আরও বাড়ল টেনশন! যুদ্ধের জন্য কতটা প্রস্তুত? এবার রাজ্যদের সামরিক মহড়া চালানোর নির্দেশ কেন্দ্রের

Last Updated:

এই মহরায় আকাশপথে হামলা চালালে কী ভাবে সাইরেন বাজানো হবে, কীভাবে কাজ করবে পাবলিক অ্যালার্ট সিস্টেম? সেসব পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি রাজ্যের সরকারকে৷

Soldiers arrive for a mock drill in an armored vehicle in Jammu’s Nowshera. (IMAGE: AP PHOTO)
Soldiers arrive for a mock drill in an armored vehicle in Jammu’s Nowshera. (IMAGE: AP PHOTO)
নয়াদিল্লি: ১৯৭১-এর পরে এই প্রথম৷ একাধিক রাজ্যকে সামরিক মহরা চালানোর নির্দেশিকা পাঠাল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ আগামী ৭ মে ওই সমস্ত রাজ্যকে সামরিক মহড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ যে কোনও যুদ্ধ পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসন ঠিক কতখানি প্রস্তুত তা যাচাই করার জন্যই এই নির্দেশ বলে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রের খবর৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে৷ তাহলে কি যুদ্ধ যে কোনও সময়েই লাগতে পারে? কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশিকায় তেমনই আশঙ্কা ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল৷
এই মহড়ায় আকাশপথে হামলা চালালে কী ভাবে সাইরেন বাজানো হবে, কীভাবে কাজ করবে পাবলিক অ্যালার্ট সিস্টেম? সেসব পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কয়েকটি রাজ্যের সরকারকে৷ পাশাপাশি, আকাশপথে হামলা বা বোমা হামলার সময় কী করতে হবে তা নিয়ে সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি হওয়া নির্দেশিকায়৷
advertisement
আপৎকালীন পরিস্থিতিতে কী ভাবে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হবে, সেই সংক্রান্ত প্ল্যানও তৈরি করে রাখতে বলা হয়েছে৷
advertisement
আগামী ৭ মে, বুধবার এই মহড়া চালানো হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়৷
কেন্দ্রের এমন নির্দেশিকা এইজন্য গুরুত্বপূর্ণ কারণ, ১৯৭১ সালে যখন ভারত-পাকিস্তান যুদ্ধ হয়, একমাত্র তখনই কেন্দ্রের তরফে রাজ্যদের এমন নির্দেশ পাঠানো হয়েছিল৷ তারপরে এই প্রথম৷
advertisement
কী কী নির্দেশ দেওয়া হয়েছে?
১. এয়ার রেড ওয়ার্নিং সিস্টেম ঠিক ভাবে কাজ করছে কি না
২. যে কোনও হামলার সময় নিজেদের নিরাপদে সরিয়ে বাঁচানোর জন্য সাধারণ নাগরিক এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া
advertisement
৩. ব্ল্যাক আউট হলে কী করতে হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা
৪, গুরুত্বপূর্ণ প্লান্ট বা জায়গাকে রক্ষা করা
৫, সাধারণ মানুষকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই প্ল্যান তৈরি ও তার রিহার্সাল
পহেলগাঁও হামলার পর থেকে টানা ১১ দিন নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indo Pakistan Tension: আরও বাড়ল টেনশন! যুদ্ধের জন্য কতটা প্রস্তুত? এবার রাজ্যদের সামরিক মহড়া চালানোর নির্দেশ কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement