সনিয়া নয় এই কিংবদন্তির মেয়েকেই পুত্রবধূ করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধি, দাবি একটি বইয়ের

Last Updated:

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ইন্দিরা গান্ধি তাঁর বড় ছেলে রাজীব গান্ধির বিয়ে রাজ কাপুরের মেয়ের সঙ্গে দিতে চেয়েছিলেন

#নয়াদিল্লি: ভারতীয় রাজনীতিতে গান্ধি ও নেহেরু পরিবারের কে কেউ অস্বীকার করতে পারেনা ৷ এই নেহেরু গান্ধি-পরিবার ও ভারতীয় চলচ্চিত্রের বহুমুখী প্রতিভার অধিকারী তথা কিংবদন্তি নির্দেশক ও অভিনেতা রাজ কাপুর বা কাপুর পরিবারের ঘনিষ্ঠতা সবারই জানা আছে ৷ তবে অনেক কম মানুষই জানেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি ইন্দিরা গান্ধি তাঁর বড় ছেলে রাজীব গান্ধির বিয়ে রাজ কাপুরের মেয়ের সঙ্গে দিতে চেয়েছিলেন ৷
বিখ্যাত সাংবাদিক রশিদ কিদবাই তাঁর লেখা বই 'নেতা অভিনেতা : বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স' এ দাবি করেছেন ৷ তিনি লিখেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ও কিংবদন্তি পৃথ্বীরাজ কাপুরের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল ৷ ইন্দিরা গান্ধির মনেও কাপুর পরিবারের জন্য বেশ আবেগ ও সম্মান ছিল ৷
রাজীব গান্ধি ব্রিটেনের অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন সেখানেই সনিয়া মায়নো (বর্তমানে সনিয়া গান্ধি) সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারপরেই প্রেম ৷ ১৯৬৮ সালে রাজীব সনয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ৷ রশিদের এই বইয়ে আরও চাঞ্চল্য কর তথ্য পাওয়া গিয়েছে যখন রাজ কাপুরের নাতনি করিনা কাপুর ২০০২ সালে রাহুল গান্ধিকে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন ৷ আরও জানা গিয়েছে রাহুল করিনার প্রতিটি ছবি প্রথম দিন, প্রথম শো দেখতে পছন্দ করতেন ৷
advertisement
advertisement
তবে ২০০৯ সালের করিনা তার বয়ান বদল করে বলেছিলেন অনেক পুরনো কথা এইসব কথা বলেছিলেন তিনি কেননা তঁদের দু'জনের পদবী অত্যন্ত পরিচিত বলেই ৷ করিনা রাহুলকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চেয়েছিলেন কিন্তু কোনও মতেই রাহুলকে তিনি ডেট করতে মোটেই চাননা ৷
আরও এক বিখ্যাত সাংবাদিক মধু জৈন তাঁর বই দ্য কাপুর্স দ্য ফার্স্ট অফ ইন্ডিয়ান সিনেমা এবং রাজ কাপুরের মেয়ে ঋতুর বই ]রাজ কাপুর স্পিক্স' বইয়ে আরও একটি উদাহরণ দিতে গিয়ে রশিদ 'নেতা অভিনেতা' নামক বইয়ে বলেছেন রাজ কাপুরের আওয়ারা সিনেমা দেশে বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ তখন নেহেরু পৃথ্বীরাজ কাপুরকে বলেছিলেন স্টালিনের সঙ্গে জহরলাল নেহেরুর কথোপকথনে বারবার আওয়ারা ছবির প্রসঙ্গ উঠে এসেছে ৷
advertisement
তখন স্তালিন সোভিয়েত রাশিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন ৷ রশিদ কিদবাই তাঁর গ্রন্থে এই ভাবেই রাজনীতি ও গ্ল্যমার জগতের ঘনিষ্ঠতা তুলে ধরেছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সনিয়া নয় এই কিংবদন্তির মেয়েকেই পুত্রবধূ করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধি, দাবি একটি বইয়ের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement