Indigo Employees Open Letter: বিমান বাতিলের পিছনে আসলে চাপ সৃষ্টির খেলা? খোলা চিঠিতে বিস্ফোরক অভিযোগ ইন্ডিগো-র কর্মীদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পরিষেবা থমকে যাওয়ার জন্য কর্মী সঙ্কটকেই দায়ী করেছে ইন্ডিগো৷ গত চার দিন ধরে চলতে থাকা জটিলতার জন্য পরোক্ষে কর্মীদের উপরেই দায় চাপিয়েছে সংস্থা৷ এই পরিস্থিতিতে ইন্ডিগো-র কর্মীদের একটি খোলা চিঠি সামনে এল৷ সেখানে ইন্ডিগো-র পাইলট থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরা পরিষেবা বিভ্রাটের জন্য সরাসরি সংস্থার পরিচালনায় গলদের পাশাপাশি কর্মীদের জনরোষের সামনে ঠেলে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে৷
ইন্ডিগো-র পাইলট, বিমানকর্মী এবং গ্রাউন্ড স্টাফদের পক্ষ থেকে এই খোলা চিঠি লেখা হয়েছে৷ সেখানে অভিযোগ করা হয়েছে, প্রত্যেকটি বিমানবন্দরে যাত্রীদের রোষের মুখে পড়তে হয়েছে ইন্ডিগো-র কর্মীদের৷ সাধারণ মানুষ কর্মীদের উপরেই তাঁদের রাগ উগড়ে দিচ্ছেন, কর্মীদের ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে৷ যদিও এই সময়ে কৌশলগত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
OPEN LETTER – FROM INDIGO PILOTS, CREW & GROUND STAFF
The recent mass disruptions were not just an operational failure — they were a failure of planning and frontline protection.
Across airports, it was employees who faced passenger anger, public blame, and personal abuse,…
— Sanjay Lazar (@sjlazars) December 5, 2025
advertisement
advertisement
কর্মীদের আরও মারাত্মক অভিযোগ, ডিজিসিএ বিমানসংস্থাগুলির জন্য যে কঠোর গাইডলাইন বলবৎ করেছে, সেগুলি শিথিল করার জন্য পাল্টা চাপ সৃষ্টি করতেই ইন্ডিগো কর্তৃপক্ষ বিমান বাতিলের এই কৌশল নিয়েছে৷ চিঠিতে লেখা হয়েছে, ঠিক যে সময়ে ডিজিসিএ-এর নতুন বিধিনিষেধ বলবৎ হওয়ার কথা, ঠিক তখনই এই ব্যাপক হারে বিমান বাতিলের ঘটনা ঘটল৷ ফলে আসলে কী ঘটছে, তা সবার কাছেই স্পষ্ট৷ সংস্থার পরিচালনার ক্ষেত্রে যে ব্যর্থতা রয়েছে, তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে আরও বাড়তে দেওয়া হয়েছে৷ যাতে সরকারের উপরে এই নতুন গাইডলাইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির জন্য চাপ দেওয়া যায়৷ ইচ্ছাকৃত ভাবে হোক অথবা অন্য কারণে, এই টানাপোড়েনের মাঝে সামনে থেকে কাজ করা কর্মীদের ফেলে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করা হল৷’
advertisement
ইন্ডিগো-র কর্মীরা প্রশ্ন তুলেছেন, ‘আমরা ডিউটি রোস্টার ডিজাইন করিনি৷ আমরা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করিনি৷ আমরা এই ধরনের পরিস্থিতি এড়াতে যে প্রস্তূতি প্রয়োজন, তাতে বাধা দিইনি৷ তা সত্ত্বেও জনতার রোষ পড়ছে আমাদের উপরেই৷’
এই পরিস্থিতির জন্য ইন্ডিগো-র শীর্ষ স্তরের যাঁরাই দায়ী, তাঁদের জনসমক্ষে এসে দায় নিতে হবে বলে দাবি করেছেন ইন্ডিগো-র এই কর্মীরা৷ সামনের সারিতে থাকা কর্মীদের জনতার রোষ থেকে রক্ষা করতে হবে৷ সরকারি নির্দেশিকা কার্যকর না করতেই পাল্টা চাপের এই কৌশল কি না, তা স্পষ্ট করা৷ এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, সেই আশ্বাসও দাবি করেছেন ইন্ডিগো-র কর্মীরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 3:51 PM IST

