অবতরণের সময় ফের বিপদে ইন্ডিগোর বিমান, ফাটল চাকা
Last Updated:
অবতরণের সময় ফের বিপদে ইন্ডিগোর বিমান, ফাটল চাকা
#হায়দরাবাদ: ফের সমস্যায় ইন্ডিগো বিমান। অবতরণের সময় ফেটে গেল বিমানের চাকা। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন 72 জন যাত্রী।
তিরুপতি থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর ৬E ৭১১৭ নম্বর বিমানটি রাত সাড়ে দশটা নাগাদ রাজীব গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়ই বিপদে পড়ে। অবতরণের সময় ফেটে যায় বিমানের একটি চাকা। আগুনের ফুলকি দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । কিন্তু তা থেকে আগুন লেগে যাওয়ার মতো ঘটনা ঘটার আগেই বিমানবন্দরের দমকমকর্মীদের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
advertisement
advertisement
ওই বিমানে ছিলেন কংগ্রেস বিধায়ক অভিনেত্রী রোজা। তিনি জানান, ঘটনার কারণে বিমানের দরজা খুলতে দেরি হওয়ায় বেশ কিছু যাত্রী বিমানকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সংস্থার তরফে জানানো হয়েছে, এক শিশু সহ বিমানের 72 জন যাত্রী ও চারজন বিমানকর্মী নিরাপদেই অবতরণ করেছেন ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2018 9:48 AM IST