আরও ২০ হাজার শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল

Last Updated:

বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল ৷ দেশের সব থেকে বড় কর্মসংস্থান আসে এই সংস্থা থেকেই ৷

নয়াদিল্লি: বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল ৷ দেশের সব থেকে বড় কর্মসংস্থান আসে এই সংস্থা থেকেই ৷ আর সেই ভারতীয় রেলেই নতুন করে ২০ হাজার শূণ্যপদের কথা ঘোষণা করেছে ৷ আগেই ৯০ হাজার শূন্যপদের কথা জানানো হয়েছিল। আরও ২০,০০০ শূন্যপদের জেরে মোট ১ লাখ ১০ হাজার লোকের কর্মসংস্থান হতে পারে বলে জানানো হয়েছে রেলের তরফে ৷
বিপুল সংখ্যক পদে এখনও নিয়োগ না হওয়ায় রেলের বিভিন্ন কাজে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল ৷ সেই সমস্ত দিকে নজর রেখেই এমন প্রস্তাব ৷ রেলওয়ের উচ্চ পদস্থ আধিকারিকদের মতে প্রার্থী বাছাইয়ের প্রতিটি স্তরে কমিয়ে আনা হোক সময় ৷ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হওয়া থেকে কাজে যোগ দেওয়ার মধ্যে সময়সীমা যেন সর্বাধিক ৯ মাস রাখা হয় ৷
advertisement
জানানো হয়েছে, এই ২০ হাজার শূন্যপদের মধ্যে ২০ হাজার শূন্যপদের মধ্যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে (RPSF) ৯ হাজার শূন্যপদে লোক নেওয়া হবে। পাশাপাশি রেলের L-1 ও L-2 ক্যাটাগরিতে ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে ৷
advertisement
ভারতীয় রেল গোটা বিশ্বে চতুর্থ সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক ৷ প্রতিদিন প্রায় ১৯,০০০ ট্রেন যাতায়াত করে ৷ একের পর এক রেল দুর্ঘটনার জেরে প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷ রিপোর্ট অনুযায়ী, গত তিন বছরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫০ জনের ৷ যাত্রী নিরাপত্তায় জোর দেওয়ার কথা মাথায় রেখেই নিয়োগের সিদ্ধান্ত রেলের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আরও ২০ হাজার শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement