দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে বোমাতঙ্ক! লখনউ এয়ারপোর্টে জরুরি অবতরণ ইন্ডিগো বিমানের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
লখনউ: দিল্লি থেকে বাগডোগরা বিমানে বোমাতঙ্ক! আর তার জেরেই লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হল ইন্ডিগোর বিমান ৬ই-৬৬৫০ ফ্লাইটটিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ২৩৮ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরায় উড়ে যাওয়ার সময় ওই বিমানে বোমা রাখা আছে হুমকি আসে। ফলে লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয় ওই বিমানটিকে।
এই প্রসঙ্গে এসিপি রজনীশ ভার্মা জানান, ওই বিমানের শৌচাগারে একটি টিস্যু পেপারে লেখা ছিল ওই হুমকি বার্তা। আর এর ফলেই উড়ানের পরেই দিল্লি থেকে বাগডোগরাগামী ওই বিমানটিকে লখনউ-তে জরুরি অবতরণ করানো হয়।
জানা গিয়েছে, লখনউ-তে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। ওই বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ৮ জন শিশু এবং ২ জন পাইলট এবং ৫ জন ক্রিউ সদস্য ছিলেন।
advertisement
advertisement
লখনউ বিমানবন্দরে অবতরণের পর বিমানটিকে সরিয়ে আনা হয় ‘আইসোলেশন বে’-তে। এরপরেই বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং সিআইএসএফের দল তদন্তে নামে। প্রতিটি যাত্রীকে বিমান থেকে নামানোর পরে তল্লাশি চালানো হয়।
জানা গিয়েছে, কর্তৃপক্ষের কাছে রবিবার সকাল ৮টা বেজে ৪৬ নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল থেকে খবর আসে। এরপরে সকাল ৯টা বেজে ১৭ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 2:20 PM IST











