Delhi Srinagar Indigo Flight: একেই বলে মৃত্যুভয়, মাঝআকাশে তুমুল দুর্যোগের কবলে ইন্ডিগোর বিমান! ভিতরে আর্তনাদ যাত্রীদের, দেখুন ভিডিও

Last Updated:

এ দিন বিকেলের পর থেকেই দিল্লি সহ উত্তর ভারতের একাংশে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়৷ সেই দুর্যোগের কবলেই পড়ে যায় ইন্ডিগোর বিমানটি৷

দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রীনগরগামী বিমান৷
দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রীনগরগামী বিমান৷
শ্রীনগর: প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে মাঝআকাশে বড় বিপদের মধ্যে পড়ল ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান৷ দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ২২৭ জন ছিলেন৷ বাইরে তুমুল দুর্যোগের জেরে মাঝআকাশে বিমানটির ভিতরে প্রবল ঝাঁকুনি শুরু হয়৷ যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা৷ প্রাণভয়ে চিৎকার করতে থাকেন তাঁরা৷ অনেকেই প্রার্থনা করতে শুরু করেন৷ যাত্রীদের আতঙ্কের সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷
শেষ পর্যন্ত অবশ্য সন্ধে সাড়ে ছটা নাগাদ নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিমানটির সামনের অংশেরও ক্ষতি হয়েছে৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিমানের দুই পাইলট এটিসি-র সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেন৷
advertisement
advertisement
advertisement
এ দিন বিকেলের পর থেকেই দিল্লি সহ উত্তর ভারতের একাংশে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়৷ সেই দুর্যোগের কবলেই পড়ে যায় ইন্ডিগোর বিমানটি৷
বিবৃতিতে ইন্ডিগো-র পক্ষ থেকে জানানো হয়, ‘দিল্লি থেকে শ্রীনগরগামী উড়ান ৬ই ২১৪২ মাঝআকাশে আচমকাই শিলাবৃষ্টি এবং ঝড়ের কবলে পড়ে যায়৷ যদিও প্রতিষ্ঠিত নিয়ম মেনে বিমানকর্মী এবং পাইলটরা নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান৷’ যদিও বিমানটির যা ক্ষতি হয়েছে তাতে মেরামতি না হওয়া পর্যন্ত সেটি আর আকাশে উড়তে পারবে না৷
advertisement
বিমানটির এক যাত্রী এক্স হ্যান্ডেলে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা লিখে জানিয়েছেন, ‘দিল্লি থেকে শ্রীনগর আসার পথে ইন্ডিগো-র বিমানে অল্পের জন্য রক্ষা পেলাম৷ বিমানের ক্যাপ্টেন এবং বিমানকর্মীদের বিশেষ ধন্যবাদ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Srinagar Indigo Flight: একেই বলে মৃত্যুভয়, মাঝআকাশে তুমুল দুর্যোগের কবলে ইন্ডিগোর বিমান! ভিতরে আর্তনাদ যাত্রীদের, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement