Delhi Srinagar Indigo Flight: একেই বলে মৃত্যুভয়, মাঝআকাশে তুমুল দুর্যোগের কবলে ইন্ডিগোর বিমান! ভিতরে আর্তনাদ যাত্রীদের, দেখুন ভিডিও

Last Updated:

এ দিন বিকেলের পর থেকেই দিল্লি সহ উত্তর ভারতের একাংশে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়৷ সেই দুর্যোগের কবলেই পড়ে যায় ইন্ডিগোর বিমানটি৷

দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রীনগরগামী বিমান৷
দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রীনগরগামী বিমান৷
শ্রীনগর: প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে মাঝআকাশে বড় বিপদের মধ্যে পড়ল ইন্ডিগোর একটি যাত্রীবাহী বিমান৷ দিল্লি থেকে শ্রীনগরগামী ওই বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ২২৭ জন ছিলেন৷ বাইরে তুমুল দুর্যোগের জেরে মাঝআকাশে বিমানটির ভিতরে প্রবল ঝাঁকুনি শুরু হয়৷ যার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা৷ প্রাণভয়ে চিৎকার করতে থাকেন তাঁরা৷ অনেকেই প্রার্থনা করতে শুরু করেন৷ যাত্রীদের আতঙ্কের সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷
শেষ পর্যন্ত অবশ্য সন্ধে সাড়ে ছটা নাগাদ নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি৷ প্রাকৃতিক দুর্যোগের জেরে বিমানটির সামনের অংশেরও ক্ষতি হয়েছে৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিমানের দুই পাইলট এটিসি-র সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের জন্য অনুরোধ করেন৷
advertisement
advertisement
advertisement
এ দিন বিকেলের পর থেকেই দিল্লি সহ উত্তর ভারতের একাংশে তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়৷ সেই দুর্যোগের কবলেই পড়ে যায় ইন্ডিগোর বিমানটি৷
বিবৃতিতে ইন্ডিগো-র পক্ষ থেকে জানানো হয়, ‘দিল্লি থেকে শ্রীনগরগামী উড়ান ৬ই ২১৪২ মাঝআকাশে আচমকাই শিলাবৃষ্টি এবং ঝড়ের কবলে পড়ে যায়৷ যদিও প্রতিষ্ঠিত নিয়ম মেনে বিমানকর্মী এবং পাইলটরা নিরাপদেই শ্রীনগর বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান৷’ যদিও বিমানটির যা ক্ষতি হয়েছে তাতে মেরামতি না হওয়া পর্যন্ত সেটি আর আকাশে উড়তে পারবে না৷
advertisement
বিমানটির এক যাত্রী এক্স হ্যান্ডেলে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতা লিখে জানিয়েছেন, ‘দিল্লি থেকে শ্রীনগর আসার পথে ইন্ডিগো-র বিমানে অল্পের জন্য রক্ষা পেলাম৷ বিমানের ক্যাপ্টেন এবং বিমানকর্মীদের বিশেষ ধন্যবাদ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Srinagar Indigo Flight: একেই বলে মৃত্যুভয়, মাঝআকাশে তুমুল দুর্যোগের কবলে ইন্ডিগোর বিমান! ভিতরে আর্তনাদ যাত্রীদের, দেখুন ভিডিও
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement