Indigo Crisis Update: সারাদিনে বাতিল ১০০০-র ও বেশি প্লেন, চারদিকে হাহাকার, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে জানলেন Indigo সিইও

Last Updated:

When Will Be Flight Service Resored: ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কারণ হিসেবে পরিচালিত ধারাবাহিক ব্যর্থতার তদন্তের জন্য বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) চার সদস্যের একটি উচ্চ-স্তরের কমিটিও গঠন করেছে।

ইন্ডিগো পরিস্থিতিতে উন্নতির দিন বলে দিলেন সিইও
ইন্ডিগো পরিস্থিতিতে উন্নতির দিন বলে দিলেন সিইও
নয়াদিল্লি: ১০০০ -র বেশি ফ্লাইট শুক্রবার দিনে বাতিল করেছে ইন্ডিগো, পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ সারা দেশ জুড়ে যাত্রীদের চরম ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে৷ INDIGO-র সিইও আশ্বস্ত করেছেন পুরো পরিষেবা স্বাভাবিক হয়ে যেতে অন্তত ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে৷
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু ইন্ডিগোকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি কার্যকরী ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
ইন্ডিগো-র পরিষেবা বিপর্যয়ের উচ্চপদস্থ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷ ইতিমধ্যেই ইন্ডিগো-র সঙ্গে বৈঠক করে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
advertisement
ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কারণ হিসেবে পরিচালিত ধারাবাহিক ব্যর্থতার তদন্তের জন্য বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) চার সদস্যের একটি উচ্চ-স্তরের কমিটিও গঠন করেছে।
advertisement
গত চার দিন ধরে গোটা দেশ ধরে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে শয়ে শয়ে উড়ান৷ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী৷
পিআইবি-র মাধ্যমে বিবৃতি জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগো বিপর্যয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের মধ্যে ইন্ডিগোর পরিষেবার হাল অনেকটাই ফেরানো সম্ভব হবে৷ তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও তিন দিন সময় লাগতে পারে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মনে করছে৷ সেক্ষেত্রে সোমবারের মধ্যেই ইন্ডিগো-র পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে৷
advertisement
ঠিক কী কারণে ইন্ডিগো-র পরিষেবা এ ভাবে ভেঙে পড়ল, এই পরিস্থিতির জন্য কে অথবা কারা দায়ী, তা খুঁজে বের করাই এই তদন্তে খুঁজে বের করার চেষ্টা হবে৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাও এই তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে৷
প্রাথমিক ভাবে ইন্ডিগো-র পক্ষ থেকে এই পরিস্থিতির জন্য কর্মী সঙ্কটকেই দায়ী করা হয়েছিল৷ যদিও ইন্ডিগো-র কর্মীদের পক্ষ থেকে একটি খোলা চিঠি লিখে পাল্টা দাবি করা হয়েছে, ডিজিসিএ-র চালু করা নতুন বিধিনিষেধ নিয়ে সরকার যাতে পিছু হঠে, তা নিশ্চিত করতে পরিকল্পনা করেই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে৷ এবার সেই অভিযোগেরই তদন্ত করবে কেন্দ্রীয় সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Crisis Update: সারাদিনে বাতিল ১০০০-র ও বেশি প্লেন, চারদিকে হাহাকার, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে জানলেন Indigo সিইও
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement