Indigo Crisis Update: সারাদিনে বাতিল ১০০০-র ও বেশি প্লেন, চারদিকে হাহাকার, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে জানলেন Indigo সিইও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
When Will Be Flight Service Resored: ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কারণ হিসেবে পরিচালিত ধারাবাহিক ব্যর্থতার তদন্তের জন্য বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) চার সদস্যের একটি উচ্চ-স্তরের কমিটিও গঠন করেছে।
নয়াদিল্লি: ১০০০ -র বেশি ফ্লাইট শুক্রবার দিনে বাতিল করেছে ইন্ডিগো, পরিস্থিতি অত্যন্ত জটিল জায়গায় দাঁড়িয়ে রয়েছে৷ সারা দেশ জুড়ে যাত্রীদের চরম ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে৷ INDIGO-র সিইও আশ্বস্ত করেছেন পুরো পরিষেবা স্বাভাবিক হয়ে যেতে অন্তত ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে৷
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু ইন্ডিগোকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধারের জন্য বেশ কয়েকটি কার্যকরী ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
ইন্ডিগো-র পরিষেবা বিপর্যয়ের উচ্চপদস্থ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার৷ ইতিমধ্যেই ইন্ডিগো-র সঙ্গে বৈঠক করে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
advertisement
The FDTL orders issued by the DGCA have been placed in abeyance with immediate effect for now to stabilise operations and prioritise relief for affected passengers.
Airlines have been directed to provide timely and accurate updates to all passengers and ensure automatic refunds…
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) December 5, 2025
advertisement
ইন্ডিগোর বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হওয়ার কারণ হিসেবে পরিচালিত ধারাবাহিক ব্যর্থতার তদন্তের জন্য বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) চার সদস্যের একটি উচ্চ-স্তরের কমিটিও গঠন করেছে।
advertisement
গত চার দিন ধরে গোটা দেশ ধরে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ প্রায় প্রতিদিনই বাতিল হচ্ছে শয়ে শয়ে উড়ান৷ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী৷
পিআইবি-র মাধ্যমে বিবৃতি জারি করে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, ইন্ডিগো বিপর্যয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷
একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের মধ্যে ইন্ডিগোর পরিষেবার হাল অনেকটাই ফেরানো সম্ভব হবে৷ তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও তিন দিন সময় লাগতে পারে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক মনে করছে৷ সেক্ষেত্রে সোমবারের মধ্যেই ইন্ডিগো-র পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে৷
advertisement
ঠিক কী কারণে ইন্ডিগো-র পরিষেবা এ ভাবে ভেঙে পড়ল, এই পরিস্থিতির জন্য কে অথবা কারা দায়ী, তা খুঁজে বের করাই এই তদন্তে খুঁজে বের করার চেষ্টা হবে৷ ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাও এই তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে৷
প্রাথমিক ভাবে ইন্ডিগো-র পক্ষ থেকে এই পরিস্থিতির জন্য কর্মী সঙ্কটকেই দায়ী করা হয়েছিল৷ যদিও ইন্ডিগো-র কর্মীদের পক্ষ থেকে একটি খোলা চিঠি লিখে পাল্টা দাবি করা হয়েছে, ডিজিসিএ-র চালু করা নতুন বিধিনিষেধ নিয়ে সরকার যাতে পিছু হঠে, তা নিশ্চিত করতে পরিকল্পনা করেই এই বিপর্যয় ডেকে আনা হয়েছে৷ এবার সেই অভিযোগেরই তদন্ত করবে কেন্দ্রীয় সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 8:37 PM IST

