এত বিশৃঙ্খলা কেন! নিরপেক্ষ তদন্তের জন্য চিফ অ্যাভিয়েশন অ্যাডভাইসর নিযুক্ত করল ইন্ডিগো
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ইন্ডিগো পরিবহণ সংস্থার বোর্ডের পক্ষ থেকে চিফ অ্যাভিয়েশন অ্যাডভাইসর হিসাবে ক্যাপ্টেন জন ইলিসনকে নিযুক্ত করা হয়েছে। ইন্ডিগোর বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হওয়ার বিষয়টি নিরপেক্ষেভাবে তদন্তের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে বলে খবর।
নয়াদিল্লি: ইন্ডিগো পরিবহণ সংস্থার বোর্ডের পক্ষ থেকে চিফ অ্যাভিয়েশন অ্যাডভাইসর হিসাবে ক্যাপ্টেন জন ইলিসনকে নিযুক্ত করা হয়েছে। ইন্ডিগোর বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হওয়ার বিষয়টি নিরপেক্ষেভাবে তদন্তের জন্যই এই কমিটি গঠন করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতজুড়ে প্রধান বিমানবন্দরগুলিতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার পর ইন্ডিগোর পূর্বে অনুমোদিত শীতকালীন ফ্লাইটের সময়সূচি কমানোর পরিকল্পনা করছে কেন্দ্র। ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগোর ব্যাপক কর্মক্ষমতার ব্যর্থতা এবং বৃহৎ পরিসরে বিঘ্নের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ গৃহীত হতে চলেছে। সোমবার রাতে দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমানমন্ত্রী রাম মোহন নাইডু (Civil Aviation Minister Ram Mohan Naidu) বলেন: ‘‘আমরা ইন্ডিগোর রুট কমিয়ে দেব। তারা বর্তমানে ২,২০০টি ফ্লাইট পরিচালনা করছে। আমরা সেগুলো কমিয়ে দেব।’’
advertisement
কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বর্তমানে ইন্ডিগোর বিভিন্ন রুটগুলি কাটছাঁটের কথা ভাবছে। এটি বর্তমানে ২,২০০টি ফ্লাইট পরিচালনা করছে। কাটছাঁট করা রুটগুলি অন্যান্য অপারেটরদের কাছে বরাদ্দ করার পরিকল্পনা করা হয়েছে। ইন্ডিগোর ফ্লাইটের সংখ্যা সবচেয়ে বেশি এবং দেশীয় বাজারের ৭০ শতাংশ তাদের দখলে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে পুরো দিন ধরে বিমান সংস্থাটির পরিস্থিতি খতিয়ে দেখার পর রাতে সমস্ত বিভাগ এবং কর্মকর্তাদের সঙ্গে একটি বিস্তারিত পর্যালোচনা সভা করেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 12, 2025 5:53 PM IST







