Indian Railways: বড়দিনে দার্জিলিং-পুরীতে যাওয়ার প্ল্যান? এখনও টিকিট কাটেননি? কাটার আগে দেখুন লিস্ট, না হলেই বড় মিস!

Last Updated:

Indian Railways: আপনিও কি ভাবছেন বড়দিনের ছুটিতে কোথায় বেড়াতে যাবেন? তবে দ্রুত সিদ্ধান্ত নিন, কারণ প্রতিটি অতিক্রান্ত মুহূর্তেই নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা কমছে।

ট্রেনে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার রেলকর্মী। বড়দিনে দার্জিলিং-পুরীতে যাওয়ার প্ল্যান? এখনও টিকিট কাটেননি? কাটার আগে দেখুন লিস্ট, না হলেই বড় মিস!
ট্রেনে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার রেলকর্মী। বড়দিনে দার্জিলিং-পুরীতে যাওয়ার প্ল্যান? এখনও টিকিট কাটেননি? কাটার আগে দেখুন লিস্ট, না হলেই বড় মিস!
কলকাতা: বাঙালিদের ভ্রমণপ্রীতি আর উৎসব উদযাপনের আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। এবারের ক্রিসমাস এবং ইংরেজি নববর্ষে পরিবার ও বন্ধুদের সঙ্গে উদযাপনের জন্য অনেকেই প্রস্তুত হচ্ছেন। দীর্ঘ সপ্তাহান্তিক ছুটিকে (২১ ডিসেম্বর ২০২৪ থেকে ২৫ ডিসেম্বর ২০২৪) কাজে লাগিয়ে অনেকেই আনন্দের দিনগুলিকে দীর্ঘায়িত করছেন, বিশেষ করে ২৩.১২.২৪ এবং ২৪.১২.২৪ তারিখে অর্জিত ছুটি ব্যবহার করে।
আপনিও কি ভাবছেন বড়দিনে (ক্রিসমাস)-এর ছুটিতে কোথায় যাবেন? তবে দ্রুত সিদ্ধান্ত নিন, কারণ প্রতিটি অতিক্রান্ত মুহূর্তেই নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা কমছে। টিকিটের চাহিদা এমন জায়গায় পৌঁছেছে যে দার্জিলিং মেলের প্রত্যেক শ্রেণিতে ওয়েটিং লিস্ট তালিকার সংখ্যা ১০০-এরও বেশি। এছাড়াও, পদাতিক এক্সপ্রেসে ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে এসি ৩ টায়ার ও ২ টায়ারে এ রিজার্ভেশন বুকিং Regret। এবং বন্দে ভারত এক্সপ্রেস? ২২, ২৩, ২৪ এবং ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সেখানে প্রায় ২০০ ও বেশি যাত্রী অপেক্ষায়।
advertisement
advertisement
সরাইঘাট এক্সপ্রেসেও প্রচুর ভিড়:
এসি ৩-টিয়ার শ্রেণিতে: ২২ থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ৬০ জনেরও বেশি ওয়েটিং লিস্ট।
স্লিপার শ্রেণিতে: ৮০ জনেরও বেশি যাত্রী অপেক্ষার তালিকায়।
পুরীর ক্ষেত্রেও একই চিত্র:শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসে ২০ এবং ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে:
advertisement
এসি ৩-টিয়ারে: ৫০ জনেরও বেশি।
স্লিপার শ্রেণিতে: ১০০ জনেরও বেশি অপেক্ষমান।
উপরিউক্ত ওয়েটিং লিস্ট তালিকা ক্রম পরিবর্তনশীল।
তাই, আপনি যদি এই ক্রিসমাসে দার্জিলিং বা পুরী ভ্রমণের পরিকল্পনা করেন, তবে দেরি না করে এখনই উদ্যোগ নিন। এই ট্রেনগুলির প্রায় সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পূর্ব রেলওয়ে যাত্রীদের সেবার জন্য সর্বদা প্রস্তুত। চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর বিষয়ে বিবেচনা করা হচ্ছে। তবে রেগুলার ট্রেনে এখনও সুযোগ আছে। তাই দেরি না করে টিকিট কেটে নিন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বড়দিনে দার্জিলিং-পুরীতে যাওয়ার প্ল্যান? এখনও টিকিট কাটেননি? কাটার আগে দেখুন লিস্ট, না হলেই বড় মিস!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement