ভারতীয় রেলে ২০ বছরের ঐতিহ্যের অবসান, আর অবসরপ্রাপ্তদের দেওয়া হবে না সোনার প্রলেপযুক্ত রুপোর মুদ্রা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলওয়েতে দীর্ঘ ২০ বছরের ঐতিহ্যের অবসান ঘটতে চলেছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায়ী উপহার হিসেবে সোনার প্রলেপযুক্ত রূপোর মুদ্রা দেওয়ার প্রথা তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড।
ভারতীয় রেলওয়েতে দীর্ঘ ২০ বছরের ঐতিহ্যের অবসান ঘটতে চলেছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায়ী উপহার হিসেবে সোনার প্রলেপযুক্ত রূপোর মুদ্রা দেওয়ার প্রথা তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। রেলওয়ের এই সিদ্ধান্তে বহু কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা বন্ধ হওয়ায় রেলওয়ের বিদায়ী সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন এল বলে মনে করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০০৬ সালের মার্চ মাস থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রায় ২০ গ্রাম ওজনের সোনার প্রলেপযুক্ত রূপোর মুদ্রা উপহার হিসেবে দেওয়া হতো। গত দুই দশকে হাজার হাজার কর্মচারী এই বিশেষ সম্মান পেয়েছেন। এটি শুধু একটি উপহারই নয়, বরং রেলওয়েতে দীর্ঘদিনের সেবার স্বীকৃতি হিসেবেও দেখা হতো। ফলে এই প্রথা বন্ধ হওয়া অনেকের কাছেই আবেগঘন বিষয় হয়ে উঠেছে।
advertisement

advertisement
রেলওয়ে বোর্ডের প্রধান নির্বাহী পরিচালক রেণু শর্মা বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে এ বিষয়ে একটি সরকারি নোটিফিকেশন জারি করেন। নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে, “অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তাদের সোনার প্রলেপ দেওয়া রৌপ্য পদক প্রদানের প্রথা বন্ধ করা হলো।” এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে আর কোনও অবসরপ্রাপ্ত কর্মচারী এই পদক পাবেন না।
advertisement
আরও পড়ুনঃ Gautam Gambhir: গৌতম গম্ভীরকে সরানোর পরিকল্পনা করছে বিসিসিআই? অবস্থান স্পষ্ট করল ভারতীয় বোর্ড!
এই সিদ্ধান্তের পেছনে ভোপাল ডিভিশনে প্রকাশ্যে আসা ‘নকল রূপোর পদক কেলেঙ্কারি’ বড় কারণ বলে জানা গেছে। তদন্তে দেখা যায়, বিতরণ করা পদকগুলিতে মাত্র ০.২৩ শতাংশ রূপো ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট সরবরাহকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া চলছে। নতুন নিয়ম অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অবসর নেওয়া কর্মকর্তারাও আর এই পদক পাবেন না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 4:57 PM IST









