Indian Railways: বাংলায় দুটি ডাবলিং প্রকল্পের ফাইনাল লোকেশন সার্ভে অনুমোদন রেলওয়ে বোর্ড-এর
- Published by:Rukmini Mazumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
রেলওয়ে বোর্ড, রেল মন্ত্রক পশ্চিমবঙ্গের পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ উপনগরীয় সেকশনে ডাবলিং কাজের জন্য ফাইনাল লোকেশন সার্ভে (FLS) অনুমোদন করেছে
নয়াদিল্লি: রেলওয়ে বোর্ড, রেল মন্ত্রক পশ্চিমবঙ্গের পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ উপনগরীয় সেকশনে ডাবলিং কাজের জন্য ফাইনাল লোকেশন সার্ভে (FLS) অনুমোদন করেছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্য উপনগরীয় করিডোরগুলিতে সক্ষমতা বৃদ্ধি, চলাচলের দক্ষতা উন্নত করা এবং সংযোগব্যবস্থা আরও মজবুত করা।
২৪ সেপ্টেম্বর অনুমোদিত এই প্রকল্পগুলির আওতায় দুটি ডাবলিং কাজের জন্য বিস্তারিত প্রকল্প (Detailed Project Report – DPR) প্রস্তুত করা হবে।
১. চাঁপাপুকুর – হাসনাবাদ ডাবলিং কাজ (১৬.৫৪ কিমি)
advertisement
বর্তমানে চাঁপাপুকুর – হাসনাবাদ রুট একক লাইনে চলাচল করছে, যেখানে দৈনিক প্রায় ২৩ জোড়া ইএমইউ (EMU) ট্রেন চলাচল করে, ফলে প্রায় ১০০% সক্ষমতা ব্যবহার হচ্ছে। ডাবলিং কাজ সম্পন্ন হলে ট্রেন চলাচলের জটিলতা ও ক্রসিংজনিত বিলম্ব উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এই প্রকল্পের মাধ্যমে ভ্যাবলা হাল্ট, বসিরহাট, মতনিয়া আনন্দপুর, মধ্যমপুর, নিমদানরি, টাকিরোড স্টেশনগুলির যাত্রীদের সুবিধা হবে এবং উত্তর ২৪ পরগনার উপনগরীয় যাত্রীদের জন্য আরও বেশি ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে।
advertisement
২. লক্ষ্মীকান্তপুর – নামখানা ডাবলিং কাজ (৪৬.৫৬ কিমি)
এই রেলপথটি গঙ্গাসাগর, বকখালি এবং হেনরি আইল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ তীর্থ ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সংযুক্ত একটি প্রধান লিংক। এই রুটের সক্ষমতা ব্যবহারের হার ১০৩% ছাড়িয়েছে, ফলে একক লাইন হওয়ায় এটি একটি বড় বাধা সৃষ্টি করছে। ডাবলিং কাজ সম্পন্ন হলে উদয়রামপুর, কলওয়ান হল্ট, করঞ্জলী হল্ট, নিসচিন্দপুর, কাশীনগর হল্ট, কাকদীপ, উকিলেরহাট স্টেশনগুলির যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। এছাড়াও সুন্দরবন অঞ্চলে পর্যটনের সম্ভাবনা বৃদ্ধিতেও এই প্রকল্পের বড় ভূমিকা থাকবে।
advertisement
এই ডাবলিং প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শিয়ালদহ বিভাগের অন্তর্গত লক্ষ লক্ষ দৈনন্দিন যাত্রী উপকৃত হবেন—ট্রেন চলাচল হবে আরও নিরাপদ, সময়নিষ্ঠ ও নির্ভরযোগ্য, যার ফলে যাত্রার অভিজ্ঞতা হবে আরও উন্নত ও আরামদায়ক। এই প্রকল্পগুলির বাস্তবায়ন ফিজিবিলিটি পরীক্ষা ও বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) প্রস্তুতির সফল সমাপ্তির উপর নির্ভর করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 9:31 AM IST