কুয়াশায় ট্রেন বাতিলের দুর্ভোগ? আর নয়! চালক সামনে স্পষ্ট দেখবেন নতুন 'এই' প্রযুক্তিতে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এখন এসে গিয়েছে কবচ প্রযুক্তি। এতে ঘন কুয়াশার মাঝেও ট্রেন চালানো সম্ভব হচ্ছে বলে জানান চালকরা।
শীতের দেখা নেই এ বছর। শুধুই কুয়াশা। সঙ্গী এখন নিম্নচাপের বৃষ্টি। তাই মেঘ আর কুয়াশার জোড়া চাদরে সকালের দৃশ্যমানতা তলানিতে। এই আবহাওয়ায় ট্রেন চালানো অত্যন্ত ঝুঁকির হয়ে যাচ্ছিল। শীতের ভোরে বাতিল হচ্ছে একাধিক ট্রেন। তবে এখন এসে গিয়েছে কবচ প্রযুক্তি। এতে ঘন কুয়াশার মাঝেও ট্রেন চালানো সম্ভব হচ্ছে বলে জানান চালকরা।
শুক্রবার রাত থেকে বৃষ্টি রাজ্যে। শনিবার সকাল হতেই ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকল বাংলা। উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলা কুয়াশায় ঢেকে গিয়েছে। কলকাতাতেও ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নীচে চলে যেতে পারে দৃশ্যমানতা। তবে এর মাঝেও ঘন কুয়াশায় ট্রেন চলাচলে হবে না সমস্যা।
advertisement
advertisement

এমনকি, দৃশ্যমান্যতা কম হলেও হবে না সমস্যা। কবচ প্রযুক্তি ব্যবহারের ফলে এই সমস্যা কমছে।
সিগন্যাল সম্পর্কে সতর্ক থাকতে পারছেন মোটরম্যান। আগে ঘন কুয়াশার কারণে বাতিল হত একাধিক দূরপাল্লার ট্রেন। চলতি বছরে ট্রেন বাতিলের সংখ্যা অনেক কম। এখন মোটরম্যান ক্যাবে বসেই দেখে নিতে পারছেন সিগন্যাল। বিপদ এড়িয়ে ট্রেন চলাচল করছে নির্বিঘ্নেই। আগামী বছরের মধ্যে কবচ প্রযুক্তি ব্যবহার আরও বাড়বে, জানাল রেল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2024 12:04 PM IST