Indian Railways: চলন্ত ট্রেনের ইঞ্জিনের কাচ ভেঙে পাইলটের কেবিনে ঢুকে গেল ঈগল! আহত চালক, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Indian Railways: চলন্ত ট্রেনের কাচ ভেঙে পাইলটের কেবিনে ঢুকে পড়ে একটি বাজ পাখি। সেই সময়ে ট্রেন চালাচ্ছিলেন ওই চালক। এই ঘটনার জেরে আহত হন ট্রেন চালক। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়।
চলন্ত ট্রেনের কাচ ভেঙে পাইলটের কেবিনে ঢুকে পড়ে একটি বাজ পাখি। সেই সময়ে ট্রেন চালাচ্ছিলেন ওই চালক। এই ঘটনার জেরে আহত হন ট্রেন চালক। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায়।
advertisement
advertisement
সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর, বারামুল্লা-বানিহাল ট্রেনের মধ্যে বিজবেহারা এবং অনন্তনাগ রেলওয়ে স্টেশনের মধ্যে ঘটেছে। ঈগলটি ট্রেনের সাথে সংঘর্ষ করে, উইন্ডস্ক্রিন ভেঙে পাইলটকে আহত করে। তবে, সংঘর্ষের পর পাখিটি নিরাপদে পাইলটের কেবিনে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনায় ট্রেনটি থামানো হয় এবং অনন্তনাগ রেলওয়ে স্টেশনে পাইলটের প্রাথমিক চিকিৎসা করা হয়।
advertisement
Loco Pilot Injured After Train Suffers Bird Hit in Anantnag pic.twitter.com/f6NFjJwWn4
— Koshur newton (@KoshurNewton) November 8, 2025
রেল কর্তৃপক্ষ জানিয়েছেন সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেনটি তার যাত্রা পুনরায় শুরু করবে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে ইগলটি ভিতরে ঢুকে দরজার কাছে চুপচাপ বসে আছে। একই ধরনের ঘটনা সেপ্টেম্বর মাসে ঘটেছিল, যখন একটি বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট একটি পাখির আঘাতের কারণে বাতিল করা হয়েছিল। একটি এয়ারলাইন কর্মকর্তা PTI-কে জানিয়েছেন যে একটি ঈগল বিমানটির সামনে আঘাত করেছিল। এই ঘটনার জন্য এয়ারলাইনটি ফ্লাইটটি বাতিল করতে এবং যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হয়েছিল।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 08, 2025 6:51 PM IST

