Indian Railway: RPF-র বিরাট সাফল্য, বিভিন্ন স্টেশনে উদ্ধার প্রায় ১৪ নাবালক

Last Updated:

Indian Railway: বিভিন্ন স্টেশন এবং ট্রেনে তল্লাশি চালানোর সময় ১৪ জন নাবালককে উদ্ধার করেছে।

বিভিন্ন স্টেশনে উদ্ধার প্রায় ১৪ নাবালক
বিভিন্ন স্টেশনে উদ্ধার প্রায় ১৪ নাবালক
নিউ দিল্লি: উত্তর পূর্ব সীমান্ত রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১৪ থেকে ১৭ মার্চের মধ্যে বিভিন্ন স্টেশন এবং ট্রেনে তল্লাশি চালানোর সময় ১৪ জন নাবালককে উদ্ধার করেছে। পরে উদ্ধার হওয়া নাবালকদের চাইল্ডলাইন, এনজিও, অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি স্টেশনে অপেক্ষারত অন্তঃসত্ত্বা মহিলার প্রসব বেদনার সময় সাহায্যও করেন পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ কর্মীরা।
গত ১৪ মার্চ তারিখে আপ গোমতী নগর-কামাখ্যা সাপ্তাহিক এক্সপ্রেসে ট্রেনের এক মহিলা যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। আরপিএফ সিকিউরিটি কন্ট্রোল, কাটিহার থেকে এই খবর পেয়ে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে মহিলা আরপিএফ কর্মী সহ কিষানগঞ্জ আরপিএফ-এর অন্যান্য কর্মীরা ওই মহিলা যাত্রীটির সঙ্গে দেখা করেন। এরপর ওই মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য অ্যাম্বুলেন্স করে কিষানগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
advertisement
সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। আপাতত নবজাতক ও মা দুজনেই সুস্থ রয়েছে। ১৫ মার্চ তারিখে একই ধরনের ঘটনা ঘটে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে। মহিলা কনস্টেবল সহ নিউ আলিপুরদুয়ারের কর্তব্যরত আরপিএফ টিম লক্ষ্য করেন যে নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এক অন্তঃসত্ত্বা মহিলা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গেই মা ও সদ্যজাত শিশুটিকে স্টেশনে রেলওয়ে চিকিৎসক ও অন্যান্য রেলওয়ে কর্মীরা প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করান। পরে মা ও সদ্যোজাত শিশুটিকে আলিপুরদুয়ারের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়।
advertisement
advertisement
অন্যদিকে, ১৭ মার্চ গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গুয়াহাটির আরপিএফ এক কিশোরকে উদ্ধার করে। পরে ওই কিশোরকে গুয়াহাটি রেলওয়ে চাইল্ড লাইন-এর হাতে তুলে দেওয়া হয়। একই দিনে ডিমাপুর রেলওয়ে স্টেশনে তল্লাশি চালানোর সময় এক পলাতক কিশোরীকে উদ্ধার করে আরপিএফ। পরে ওই কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ১৪ থেকে ১৬ মার্চ লামডিং, রঙিয়া, গুয়াহাটি ও কাটিহার রেলওয়ে স্টেশনে পৃথক অভিযান ও তল্লাশির সময়ে ১২ জন পলাতক নাবালককে উদ্ধার করা হয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: RPF-র বিরাট সাফল্য, বিভিন্ন স্টেশনে উদ্ধার প্রায় ১৪ নাবালক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement