Indian Railway: দীর্ঘদিনের দাবি পূরণ! উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত

Last Updated:

Indian Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে বিভিন্ন ট্রেনের ৩৭টি স্টপেজের অনুমোদন

* উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত 
* উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত 
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে বিভিন্ন ট্রেনের ৩৭টি স্টপেজের অনুমোদন। উৎসবের মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই সিদ্ধান্ত নিল রেল। যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য, রেল মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে বিভিন্ন এক্সপ্রেস এবং যাত্রীবাহী ট্রেনের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৩৭টি স্টপেজ অনুমোদন দিয়েছে।
ডিমা হাসাও জেলায়, আগরতলা-আনন্দ বিহার – আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেসকে নিউ হাফলং স্টেশনে এবং রঙিয়া-শিলচর-রঙিয়া এক্সপ্রেসকে নিউ হারাঙ্গাজাও স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে। এছাড়াও, কোকরাঝাড় স্টেশনে এখন ডিব্রুগড় – লালগড় – ডিব্রুগড় এক্সপ্রেস এবং সেনচোয়া জংশনে তাম্বারাম – শিলঘাট টাউন – তাম্বারাম এক্সপ্রেস ও আলিপুরদুয়ার – শিলঘাট টাউন – আলিপুরদুয়ার এক্সপ্রেসের স্টপেজ থাকবে।
advertisement
advertisement
অসমের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে রয়েছে গোয়ালপাড়া টাউন স্টেশন, যেখানে এখন কলকাতা – শিলঘাট টাউন – কলকাতা এক্সপ্রেস ও রাঁচি – কামাখ্যা – রাঁচি এক্সপ্রেসের মতো ট্রেনগুলির স্টপেজ থাকবে এবং সরভোগ স্টেশনে দিল্লি–কামাখ্যা–দিল্লি এক্সপ্রেস ও তাম্বারাম – নিউ তিনসুকিয়া – তাম্বারাম এক্সপ্রেসের স্টপেজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
advertisement
বাসুগাঁও স্টেশনকে শিয়ালদহ-সাব্রুম-শিয়ালদহ এক্সপ্রেসের জন্যও অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে আলিপুরদুয়ার-শিলঘাট টাউন-আলিপুরদুয়ার এক্সপ্রেসের জন্য আগমনি স্টেশন অনুমোদন পেয়েছে, অন্যদিকে বরাক উপত্যকা অঞ্চলে, আগরতলা-শিলচর-আগরতলা এক্সপ্রেসের জন্য কায়স্থগ্রাম এবং গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের জন্য কাটাখাল জংশনে স্টপেজ অনুমোদিত হয়েছে। অসম ছাড়াও, পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি স্টেশনের জন্য স্টপেজের অনুমোদন দেওয়া হয়েছে।
advertisement
আজমনগর রোডে শিয়ালদহ-আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস, শিয়ালদহ-সাব্রুম-শিয়ালদহ এক্সপ্রেস এবং শিয়ালদহ-শিলচর-শিয়ালদহ এক্সপ্রেস-সহ ট্রেনগুলির স্টপেজ নিশ্চিত করা হয়েছে। একইভাবে, কুমেদপুর, সুধানী, তৈয়বপুর এবং তেলতার মতো স্টেশনগুলিকে কাটিহার – শিলিগুড়ি টাউন – কাটিহার এক্সপ্রেস এবং অন্যান্য দূরপাল্লার পরিষেবা প্রদানকারী ট্রেনের জন্য স্টপেজের অনুমোদন দেওয়া হয়েছে। ওল্ড মালদা এবং রৌতারাকেও ডেমু এবং এক্সপ্রেস পরিষেবার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: দীর্ঘদিনের দাবি পূরণ! উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement