হোম /খবর /দেশ /
চিন ও ভারতের সেনাদের সংঘর্ষের ভিডিও ভাইরাল, বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত জানাল সেনা

চিন ও ভারতের সেনাদের সংঘর্ষের ভিডিও ভাইরাল, বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত জানাল ভারতীয় সেনাবাহিনী

Representative image. (PTI)

Representative image. (PTI)

এই মুহূর্তে দু দেশের সীমান্ত নিয়ে উত্তেজনার আগুনে ঘি ঢালতেই এই ধরণের ভিডিও করা হচ্ছে ভাইরাল

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারত ও চিনের মধ্যে যে যুদ্ধের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে ৷পূর্ব লাদাখ সীমান্তে ভারত -চিন সংঘর্ষের ভিডিও নিয়ে রবিবার এই কথা জানাল ভারতীয় সেনা বাহিনী ৷

আর্মির থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ভিডিওতে যা দেখা যাচ্ছে তা সত্য নয় ৷ বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এটাকে তৈরি করা হয়েছে ৷ মালাফায়েডের উত্তর সীমান্তে এটা হয়েছে ৷ ’

দু দেশের সীমান্ত বরাবর প্রোটোকল মেনে সেনাবাহিনীর কমান্ডারদের নির্দেশ মেনে কথা হচ্ছে ৷ পাশাপাশি কার্যকলাপও চলছে ৷ দু পক্ষের সেনাদের মধ্যে বেশ কিছু পার্থক্য তৈরি হয়েছে৷ আর সেটা নিষ্পত্তি করতেই এই অবস্থা ৷

সেনা বাহিনী জানিয়েছে, যে ভিডিওটি দেখা যাচ্ছে তার কোনও তারিখের উল্লেখ নেই ৷ এই  ভিডিওতে দেখা যাচ্ছে ভারত ও চিনা সৈন্য পূর্ব লাদাখের প্যানগগ এলাকায় লড়াই করছে ৷ ‘এই মুহূর্তে কোনও হিংসার ঘটনা ঘটছে না ৷ সামরিক প্রোটোকল মেনে দুই পক্ষের সেনা তাদের প্রধানদের কথা শুনছে ৷ ’

এই ভাবে সীমান্ত বরাবর উত্তেজনা বৃদ্ধি হওয়ার ফলে সেনা বাহিনী সতর্কতামূলক ভাবে জানিয়েছে , ‘আমরা পুরো বিষয়টি কড়া ভাষায় নিন্দা করছি, কারণ এটা সরাসরি জাতীয় সুরক্ষা -র সঙ্গে যুক্ত ৷ সংবাদমাধ্যমে অনুরোধ করা হচ্ছে তারা যেন কোনওভাবে সেটা না সম্প্রচার করেন ৷ এই পরিস্থিতিতে সীমান্তে আর কোনও বাড়তি উত্তেজনা কাঙ্খিত নয় ৷ ’

গত তিন সপ্তাহ ধরে প্যানগগ সো বরাবর চিনা- ভারতীয় সৈন্যদের মধ্যে উত্তেজনা জারি রয়েছে ৷ পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালি, দেমচক, দৌলত বেগ ওলদিতে উত্তেজনা দেখা গেছে ৷ ২০১৭ -র ডোকলামের পর এটা ভারত-চিন সংঘর্ষের সবচেয়ে বড় উদাহরণ ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Indo-China, Viral Video