ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার, পাইলটদের অবস্থা আশঙ্কাজনক

Last Updated:

জম্মু-কাশ্মীরের পঞ্জাব সীমান্তের অন্তর্গত লক্ষণপুর এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পাইলট৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের পার্শ্ববর্তী মিলিটারি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

#জম্মু:  জম্মু-কাশ্মীরের পঞ্জাব সীমান্তের অন্তর্গত লক্ষণপুর এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব (Advanced Light Helicopter,ALH)৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পাইলট৷
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের পার্শ্ববর্তী পাঠানকোটের মিলিটারি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এমনটাই জানিয়েছেন কাঠুয়ার এসএসপি শলিন্দর মিশ্রা৷ যদিও ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি৷ হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক কারণ মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগ৷
advertisement
advertisement
চলতি মাসের শুরুর দিকেই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান (MiG-21 Bison aircraft) ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ের বিমানঘাঁটির৷ নিয়মিত অনুশীলন করতে গিয়েই বিপত্তি ঘটে৷ যদিও সেই ঘটনায় পাইলট বা বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার, পাইলটদের অবস্থা আশঙ্কাজনক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement