Home /News /national /
ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার, পাইলটদের অবস্থা আশঙ্কাজনক

ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার, পাইলটদের অবস্থা আশঙ্কাজনক

Indian Army helicopter crashes in J&K's Kathua district and pilots are critical, Representational image of Advanced Light Helicopter Dhruv

Indian Army helicopter crashes in J&K's Kathua district and pilots are critical, Representational image of Advanced Light Helicopter Dhruv

জম্মু-কাশ্মীরের পঞ্জাব সীমান্তের অন্তর্গত লক্ষণপুর এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পাইলট৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের পার্শ্ববর্তী মিলিটারি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

আরও পড়ুন...
 • Share this:

  #জম্মু:  জম্মু-কাশ্মীরের পঞ্জাব সীমান্তের অন্তর্গত লক্ষণপুর এলাকায় ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ধ্রুব (Advanced Light Helicopter,ALH)৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই পাইলট৷

  আশঙ্কাজনক অবস্থায় তাঁদের পার্শ্ববর্তী পাঠানকোটের মিলিটারি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এমনটাই জানিয়েছেন কাঠুয়ার এসএসপি শলিন্দর মিশ্রা৷ যদিও ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি৷ হেলিকপ্টার দুর্ঘটনার প্রাথমিক কারণ মনে করা হচ্ছে যান্ত্রিক গোলযোগ৷

  চলতি মাসের শুরুর দিকেই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান (MiG-21 Bison aircraft) ভেঙে পড়েছিল রাজস্থানের সুরাতগড়ের বিমানঘাঁটির৷ নিয়মিত অনুশীলন করতে গিয়েই বিপত্তি ঘটে৷ যদিও সেই ঘটনায় পাইলট বা বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি৷

  Published by:Subhapam Saha
  First published:

  Tags: IAF, Indian Air Force

  পরবর্তী খবর