Indian Army Destroys Pakistan AWACS: আকাশে পাকিস্তানের চোখ ও কান ছিঁড়ে নিল ভারত! ভেঙে গুড়িয়ে দেওয়া হল 'AWACS', এবার কী হবে পাকিস্তান?
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Army Destroys Pakistan AWACS: ভারত-পাক যুদ্ধের সময় ভারতীয় সেনা পাকিস্তানের অত্যাধুনিক নজরদারি বিমান AWACS ধ্বংস করেছে। এই হামলা পাকিস্তানের নজরদারি ক্ষমতায় বড়সড় ধাক্কা দিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে ভারতের কৌশলগত আধিপত্য আরও সুদৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে...
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনা একটি বড় সামরিক সাফল্য অর্জন করেছে। পাকিস্তান যে প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে ভারতীয় আকাশসীমার উপর তীক্ষ্ণ নজর রাখত, সেই অত্যাধুনিক এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (AWACS) কে ভারতীয় বায়ুসেনা সঠিক নিশানা করে ধ্বংস করে দিয়েছে।
AWACS যে কোনো আধুনিক বায়ুসেনার ‘চোখ এবং কান’ হিসেবে বিবেচিত হয়। এই হাই-টেক রাডার সিস্টেমগুলি বিমানে লাগানো থাকে, যা আকাশে উড়তে উড়তে শত শত কিলোমিটার দূর পর্যন্ত শত্রুর বিমান, মিসাইল এবং ড্রোনের কার্যকলাপের সন্ধান করতে সক্ষম।
advertisement
advertisement
AWACS এর বিশেষত্ব ৩৬০-ডিগ্রি রাডার কভারেজ- এই বিমানগুলি তাদের চারপাশে প্রায় ৪০০-৬০০ কিলোমিটার পর্যন্ত আকাশ পর্যবেক্ষণ করতে পারে। হাওয়াই কমান্ড সেন্টার- এটি শুধু পর্যবেক্ষণই করে না, বরং আকাশে উড়তে থাকা অন্যান্য ফাইটার জেটগুলিকে নির্দেশও দেয়। অর্থাৎ এটি একটি উড়ন্ত কন্ট্রোল রুম। সার্ভিলেন্স-জমি থেকে আকাশ এবং আকাশ থেকে আকাশে মার করার কার্যকলাপের পর্যবেক্ষণ।
advertisement
AWACS শত্রুর যেকোনো আকাশ আক্রমণের পূর্বেই সতর্কতা দিতে পারে। রাডার আটকাতে সক্ষম-এই সিস্টেম শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থাকে বাধা দেওয়ার ক্ষমতাও রাখে।
ডিফেন্স সূত্র অনুযায়ী, পাকিস্তানের কাছে থাকা এই বিশেষ AWACS ভারতীয় সামরিক কার্যকলাপের উপর নজর রাখার জন্য মোতায়েন করা হয়েছিল। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং এয়ারফোর্স এটিকে ধ্বংস করেছে।
advertisement
ভারতীয় সেনার এই পদক্ষেপকে কৌশলগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু পাকিস্তানের আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থার উপর বড় আঘাত নয়, বরং যুদ্ধক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত অগ্রগতিকেও প্রদর্শন করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 12:41 AM IST