Jammu and Kashmir: সেনা-জঙ্গি সংঘর্ষ জারি ভূস্বর্গে, ভারতীয় সেনার হাতে আটক ৩ লস্কর-ই-তইবা জঙ্গি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এছাড়াও, শুক্রবার রাতে উত্তর কাশ্মীরের পাটান এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের প্রবল গুলির লড়াই শুরু হয়। সেখানেই দুই সেনা জওয়ানের মৃত্যু হয় এবং দুই জওয়ান আহত হন। পুঞ্চে এখনও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানানো ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
জম্মু ও কাশ্মীর: আবারও সেনা-জঙ্গি সংঘর্ষে রবিবার উত্তেজনা ছড়াল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। ইতিমধ্যেই লস্কর-ই-তইবার ৩ জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। এখনও বারামুলা জেলায় পান্থাতির এলাকায় তিন জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় ভারতীয় সেনাবাহিনী।
এছাড়াও, শুক্রবার রাতে উত্তর কাশ্মীরের পাটান এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের প্রবল গুলির লড়াই শুরু হয়। সেখানেই দুই সেনা জওয়ানের মৃত্যু হয় এবং দুই জওয়ান আহত হন। পুঞ্চে এখনও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানানো ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে।
advertisement
advertisement
জম্মু ও কাশ্মীরে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটতে শুরু করেছে। অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হয়েছে ভারতীয় সেনাও। মোট আট বিধানসভা অঞ্চল- ডোডা, কিস্তওয়ার, এবং রাম্বান জেলায় ১৬টি সিট দক্ষিণ কাশ্মীর জেলার অনন্তনাগ, পুলওয়ামা,সোপিয়ান, এবং কূলগাম এই অঞ্চলগুলিতে ভোট হতে চলেছে আগামী ১৮ই সেপ্টেম্বর।
advertisement
জম্মুর কাঠুয়া এবং সাম্বা জেলায় দ্বিতীয় এবং তৃতীয় দফায় ভোট হবে যথাক্রমে ২৫ এবং পয়লা অক্টোবর। শনিবারেই, জম্মুর ডোডা অঞ্চলে একটি বিশাল বড় মিছিলের আয়োজন করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মিছিলে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসাবে এটাই তাঁর উপত্যকায় প্রথম নির্বাচনী মিছিল ছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 15, 2024 4:51 PM IST

