পাক সেনার সদর দফতরে হামলা ভারতের

Last Updated:
#শ্রীনগর: জম্মু-কাশ্মীর সীমান্তে অহরহ চলছে গুলিবর্ষণ ৷ সীমান্তের পরিস্থিতি এই মুহূর্তে বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷গত ২৩ অক্টোবর  পুঞ্চ এবং ঝালাস এলাকায় ভারতীয় সেনার ব্রিগেড দফতর লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান ৷ সেই মারেরই বদলা নিল ভারত ৷ এবার পাক সেনার সদর দফতরে হামলা চালাল ভারতীয় সেনা ৷
পুঞ্চ সেক্টরে প্রায়শই হামলা চালায় পাকিস্তান ৷  যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় সীমান্তবর্তী এলাকা ৷ সেই হামলারই বদলা নিল ভারত ৷ পাক-অধিকৃত কাশ্মীরের খুইরাট্টা এবং সামানিতে পাক সেনার প্রশাসনিক সদর দফতর লক্ষ্য করে হামলা চালাল ভারতীয় সেনা ৷ পাক সেনার হেডকোয়ার্টার লক্ষ্য করে হেভি শেলিং করে সেনা ৷
advertisement
advertisement
হামলার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে ভারতীয় সেনা ৷ সেই ভিডিওতেই ভারতীয় সেনার হামলার ছবি স্পষ্ট ৷ পাক সেনার হেডকোয়ার্টার থেকে ধোঁয়া বেরোনোর ছবি ধরা পড়েছে সেই ভিডিওতে ৷ তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ৷
২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে হামলার পরে পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল ভারত ৷ কিন্তু তারপরেও রোখ যায়নি পাকিস্তানকে ৷ সীমান্ত পেরিয়ে একের পর এক হামলা জারি রেখেছে পাকিস্তান ৷ যার জেরে বেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল নরেন্দ্র মোদি সরকার ৷ চলতি বছরে ১ মে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে দুই বিএসএফ জওয়ানের মাথা কেটে নেওয়ার পর পাকিস্তান এবং কাশ্মীর নীতি নিয়ে সরকারের উপর চাপ ক্রমশ বাড়ে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
পাক সেনার সদর দফতরে হামলা ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement