বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে, WHO-র রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#নয়াদিল্লি: বাতাসে বাড়ছে দূষণের পরিমাণ ৷ গাড়ি-কারখানার ধোঁয়া বাতাসে মিশে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ ৷ এহেন অবস্থায় শিশুদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে এই পরিবেশে ৷
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ৷ ২০১৬ সালে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১৫ বছরের নীচে যাদের বয়স ৷ তারা এই বায়ুদূষণের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ দেশের প্রায় ৬ লাখ শিশু এই বায়ুদূষণের কবলে রয়েছে ৷ যাদের মধ্যে প্রত্যেকেই শ্বাসকষ্টের পাশাপাশি কোনও না কোনও কঠিন রোগে আক্রান্ত ৷ পাশাপাশি এই বাযু়দূষণের জেরে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে ৷
advertisement
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ভারতে প্রায় ৯৮ শতাংশ শিশু এই বায়ুদূষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ বিশেষত যাদের বয়স পাঁচ বছরের থেকেও নিচে ৷ তারা এই দূষণে একেবারে জর্জরিত ৷
advertisement
বিশ্বের ধনী দেশগুলি বাদে, আয়ের নিরিখে ‘মধ্যবিত্ত’ এবং ‘নিম্ন-মধ্যবিত্ত’ দেশগুলির পরিস্থিতি ভয়াবহ ৷ সেই সমস্ত দেশের মধ্যেই উপরের সারিতে রয়েছে ভারত ৷ শুধু রাস্তার যানবাহনই নয় ৷ পাশাপাশি বাড়ির ভিতরের দূষণেও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে ৷
advertisement
অন্যদিকে, দিল্লির দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে ৷ এই দূষণের জন্য দায়ী গাড়ি, কংক্রিটের গুঁড়ো এবং হরিয়ানা, পঞ্জাব-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে চাষের কাজে খড় পোড়ানোর ছাই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বায়ুদূষণে ১,২৫,০০০ শিশুর মৃত্যু হয়েছে দেশে, WHO-র রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement