Flight Cancelled due to Bangladesh unrest: সাময়িক ভাবে চালু হলেও ফের বন্ধ বিমান পরিষেবা! ভারত থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে না কোন ২ সংস্থা?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রীর আসন ছেড়েছেন শেখ হাসিনা। উত্তাল হয়ে রয়েছে দেশ। যার জেরে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সোমবার সাময়িক ভাবে কার্যকর থাকার পরই ঢাকাগামী এবং ঢাকা থেকে ভারতে আসা সমস্ত ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।
কলকাতা: বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভের মাঝেই প্রধানমন্ত্রীর আসন ছেড়েছেন শেখ হাসিনা। উত্তাল হয়ে রয়েছে দেশ। যার জেরে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। সোমবার সাময়িক ভাবে কার্যকর থাকার পরই ঢাকাগামী এবং ঢাকা থেকে ভারতে আসা সমস্ত ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।
এই এয়ারলাইন সংস্থাটি দিল্লি থেকে ঢাকায় প্রতিদিন দুটি ফ্লাইট চালায়। সেই পরিষেবা আপাতত বন্ধ। সংস্থার তরফে বার্তা, “বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা অবিলম্বে ঢাকা থেকে আমাদের ফ্লাইটগুলির নির্ধারিত কার্যক্রম বাতিল করেছি।”
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেছেন, “আমরা ক্রমাগত পরিস্থিতির ওপর নজর রাখছি এবং আমাদের যাত্রীদেরকে ঢাকা থেকে যাত্রার জন্য নিশ্চিত বুকিং দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। পরবর্তী সময়সূচী জানিয়ে দেওয়া হবে এবং বাতিল করা ফ্লাইটের টিকিটের দামও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।”
advertisement
advertisement
এছাড়াও, ইন্ডিগো এয়ারলাইন্সগুলিও মঙ্গলবারের সমস্ত ঢাকাগামী ফ্লাইট বাতিল করেছে। এক্স হ্যান্ডলে ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, “ঢাকায় চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আগামীকালের জন্য নির্ধারিত সমস্ত ফ্লাইট দুর্ভাগ্যক্রমে বাতিল করা হয়েছে। আমরা বুঝি যে এটি আপনার ভ্রমণ পরিকল্পনাগুলিতে উল্লেখযোগ্য অসুবিধা এবং ব্যাঘাত ঘটাতে পারে। আমরা এর জন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত।”
এদিকে ঢাকায়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন হাসিনা পদত্যাগ করেছেন এবং আপাতত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালের সর্বদল বৈঠকে বসে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে -সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 1:11 PM IST