Kolkata Weather Forecast: সবে জল শুকোল, ফের ঝেঁপে বৃষ্টি আসছে কলকাতায়! ১ ঘণ্টার মধ্যে ভাসবে কোন কোন জেলা? দেখে নিন
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
সবে বৃষ্টির জল নামল। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা। যেই একটু রোদ উঠল, কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আর ১ ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে শহরে। সঙ্গে বজ্রপাত হতে পারে। অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন এবং ঢাকা জায়গায় থাকবেন।
advertisement
*মঙ্গলবারের উত্তরের আবহাওয়া দুর্যোগপূর্ণ। অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। মৌসুমী অক্ষরেখা ফের বাংলার উপর বিস্তৃত। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে পশ্চিমের কয়েকটি জেলায়, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, পাহাড়ের একাংশ কুয়াশাচ্ছন্ন, দিনভর বৃষ্টির সম্ভাবনা পাহাড় থেকে সমতলে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে ফের দুর্যোগে দুর্ভোগ অব্যাহত। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী ২৪ ঘণ্টায়। দার্জিলিং, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।