UN Report : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চিনকে ছাপিয়ে যাবে ভারত, জাতিসঙ্ঘের প্রতিবেদনে মারাত্মক ইঙ্গিত
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
UN Report : মধ্য ও দক্ষিণ এশিয়ায় ২.১ বিলিয়ন লোকের বাস, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ৷ এর মধ্যে চিন এবং ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি।
advertisement
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চিনকে ছাপিয়ে যাবে ভারত, সোমবার জাতিসঙ্ঘের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে৷ জাতিসঙ্ঘের পূর্বাভাস, ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন হবে৷
বিশ্বের জনসংখ্যা ১৯৫০ সালের পর থেকে ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে৷ সাম্প্রতিক গবেষণা বলছে, যে বিশ্বের জনসংখ্যা ২০৩০ সালে প্রায় ৮.৫ বিলিয়ন এবং ২০৫০ সালে ৯.৭ বিলিয়ন হতে পারে। ২০৮০-তে দশকে এটি প্রায় ১০.৪ বিলিয়নে পৌঁছবে এবং ২১০০ সাল পর্যন্ত তা বজায় থাকবে।আজ বিশ্ব জনসংখ্যা দিবস৷ এইদিনেই জাতিসঙ্ঘের মহাসচিব আন্তনিও গুতরেস জানিয়েছেন, "২০২৩ সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে।"
advertisement
২০২২ সালে বিশ্বের দুটি সর্বাধিক জনবহুল অঞ্চল ছিল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া৷ সেখানে ২.৩ বিলিয়ন লোকের বাস ছিল, যা বিশ্বের জনসংখ্যার ২৯ শতাংশ৷ মধ্য ও দক্ষিণ এশিয়ায় ২.১ বিলিয়ন লোকের বাস, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৬ শতাংশ৷ এর মধ্যে চিন এবং ভারতে ১৪০ কোটির বেশি জনসংখ্যা। কঙ্গো, মিশর, ইথিয়োপিয়া, ভারত, পাকিস্তান, নাইজিরিয়া, ফিলিপাইনের মতো জায়গার জনসংখ্যাও বৃদ্ধি পাবে বলে অনুমান৷
advertisement
রিপোর্ট অনুযায়ী, ভারতের জনসংখ্যা ২০২২ সালে ১.৪১২ বিলিয়ন হয়েছে, যেখানে চিনের জনসংখ্যা ১.৪২৬ বিলিয়ন। ভারতের জনসখ্যা ২০৫০ সালে ১.৬৬৮ বিলিয়ন হবে বলে অনুমান, সেই সময়ে চিনের জনসখ্যা হবে ১.৩১৭ বিলিয়ন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2022 6:09 PM IST