India Pakistan: লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা

Last Updated:

India Pakistan: পাকিস্তানের কামিকাজে ড্রোনকে সফল ভাবে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। অমৃতসরের আকাশে আজ, ভোর ৫.০০ টায় এই আত্মঘাতী ড্রোনকে নিষ্ক্রিয় করে ভারত।


লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা
লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা
নয়াদিল্লি: পাকিস্তানের কামিকাজে ড্রোনকে সফল ভাবে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। অমৃতসরের আকাশে আজ, ভোর ৫.০০ টায় এই আত্মঘাতী ড্রোনকে নিষ্ক্রিয় করে ভারত। জনবহুল আবাসিক এলাকাকে লক্ষ‍্য করে এই ড্রোন ছুঁড়েছিল পাক সেনারা।
তবে আকাশেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা ব‍্যবস্থা। পাশাপাশি তুর্কির কামিকাজি ড্রোন আঘাত হানার চেষ্টা করে জম্মু ও কাশ্মীরের নৌসেরা এলাকাতেও। এখানেও পাকিস্তান হামলা করতে চেয়েছিল সাধারন বাসিন্দাদের উপরেই। তবে এখানেই ভারতীয় সেনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই অস্ত্র।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে অমৃতসর, পাঞ্জাবের দিকে একাধিক বাইকার YIHA III কামিকাজে ড্রোনস লঞ্চ করে। লক্ষ‍্য ছিল একেবারে জনবহুল আবাসিক এলাকা। তবে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা (AAD) নেটওয়ার্কের সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার ফলে ধ্বংস করা গিয়েছে ড্রোনগুলি। জানা গিয়েছে, ড্রোনগুলি ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের কয়েক সেকেন্ডের মধ্যে শনাক্ত করে ট্র‍্যাক এবং এনগেজ করা হয়।
advertisement
আরও পড়ুন: একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
সীমান্ত রেখা বরাবর এয়ার-ডিফেন্স বন্ধুক এবং AAD গানার্স ড্রোনগুলি মাঝ-আকাশ থেকে নামিয়ে আনে। কোনও ধ্বংসাবশেষ বেসামরিক সম্পত্তিতে পড়েনি এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। প্রাথমিক বিশ্লেষণ থেকে জানা গিয়েছে, এই ড্রোনগুলি সাধারণ মানুষের উপর হামলা চালানোর উদ্দ‍্যেশ‍্যে ছুঁড়েছিল পাক সেনারা। ড্রোনে ভরা ছিল উচ্চ মানের বিস্ফোরক।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan: লক্ষ‍্য ছিল আবাসিক এলাকা! অমৃতসরের আকাশে পাক ‘কামিকাজে ড্রোন’ সফল ভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement