Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’ শুধুই প্রথম ধাপ! এখনও ভারতের আসল চাল বাকি? সামনে এল বড় তথ্য
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Operation Sindoor: এক সরকারি অফিসার সূত্রে খবর, ‘ভারতের বহুস্তর পরিকল্পনার প্রথম ধাপ ‘অপারেশন সিঁদুর’। ভারত সাধারণ পাকিস্তানের মানুষকে আক্রমণ করবে না। আমরা পাকিস্তানের মতো নয়।’
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে চড়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। তবে কী ফের হামলা করবে ভারত?
আরও পড়ুনঃ ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল ! ‘অপারেশন সিঁদুর’-এর পর বন্ধ বর্ডার সংলগ্ন ২৫টি বিমানবন্দর! কবে থেকে স্বভাবিক হবে বিমান চলাচল?
এক সরকারি অফিসার সূত্রে খবর, ‘ভারতের বহুস্তর পরিকল্পনার প্রথম ধাপ ‘অপারেশন সিঁদুর’। ভারত সাধারণ পাকিস্তানের মানুষকে আক্রমণ করবে না। আমরা পাকিস্তানের মতো নয়। পাকিস্তানে সংখ্যালঘুরা নিরাপদ নয়। তবে, যদি ভারতে সাধারণ মানুষের পর হামলা করা হয়, ভারত আরেকটি অপারেশন সিঁদুর শুরু করতে দ্বিধা করবে না।’
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৩ মাস পাওয়া যায়! ভিটামিন C, পটাসিয়াম, ফাইবারের খনি! সবুজ এই ফল কোলেস্টেরলের যম
সূত্রের খবর অনুসারে, ‘Poonch-এর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং উপযুক্ত সময়ে প্রতিক্রিয়া দেওয়া হবে। ভুয়ো খবর ছড়াতে পাকিস্তান আরও চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু ভারত বিশ্বের দরবারে তা মোকাবিলা করবে।’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 11:13 AM IST







